সাউদাম্পটনের ডিফেন্ডার ভারজিল ফন ডিকেকে বুধবার রেকর্ড ৭৫ মিলিয়ন পাউন্ডের (১০০ মিলিয়ন মার্কিন ডলার, ৮৪ মিলিয়ন ইউরো) বিনিময়ে দলে ভিড়িয়েছে লিভারপুল। একজন ডিফেন্ডার হিসেবে এটা একটি বিশ্ব রেকর্ড।
এর মাধ্যমে তারকা এই ডাচম্যান বিশ্বের সবচেয়ে মূল্যবান ট্রান্সফারের তালিকায় শীর্ষ ১০’এ জায়গা করে নিয়েছেন। চলুন এবার দেখে নেয়া যাক বিশ্বের শীর্ষ ১০ ট্রান্সফার :
১. নেইমার, বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট-জার্মেই, ২০১৭, ২০৬.৬ মিলিয়ন পাউন্ড
২. ওসমানে ডেম্বেলে, বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনা, ২০১৭, ৯৬.৯ মিলিয়ন পাউন্ড
৩. পল পগবা, জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেড,২০১৬, ৮৯ মিলিয়ন পাউন্ড
৪. গ্যারেথ বেল, টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদ, ২০১৩, ৮৫.৩ মিলিয়ন পাউন্ড
৫. ক্রিস্টিয়ানো রোনালদো, ম্যান ইউ থেকে রিয়াল মাদ্রিদ, ২০০৯, ৮০ মিলিয়ন পাউন্ড
৬. গঞ্জালো হিগুয়েইন, নাপোলি থেকে জুভেন্টাস, ২০১৬, ৭৫.৩ মিলিয়ান পাউন্ড
৭. রোমেলু লুকাকু, এভারটন থেকে ম্যান ইউ, ২০১৭, ৭৫ মিলিয়ন পাউন্ড
৮. ভারজিল ফন ডিক, সাউদাম্পটন থেকে লিভারপুল, ২০১৮, ৭৫ মিলিয়ন পাউন্ড
৯. লুইস সুয়ারেজ, লিভারপুল থেকে বার্সেলোনা, ২০১৪, ৬৫ মিলিয়ান পাউন্ড
১০. হামেস রদ্রিগেজ, মোনাকো থেকে রিয়াল মাদ্রিদ, ২০১৪, ৬৩ মিলিয়ন পাউন্ড।