এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শেষ খেলায় কঠিন প্রতিপক্ষ চীনের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ফলে বাছাই পর্বে গ্রুপ রানার্সআপ হয়েও এএফসির চূড়ান্ত পর্ব খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশে।
রোববার মিয়ানমারের মান্দালার থিরি স্টেডিয়ামে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নেমে ২৮ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় ও গোলরক্ষকের ভুলে গোল করে এগিয়ে যায় চীন।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান বাড়ায় প্রতিপক্ষরা। এর ৭ মিনিট পর আবার গোল করে জয়ের ব্যবধান ৩-০ করে ফেভারিটরা।
চীনের কাছে হারের মধ্যে দিয়ে শেষ হলো বাংলাদেশের মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন। প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১০-০ এবং দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ১-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা।
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব খেলার জন্য বাংলাদেশের মেয়েরা থাইল্যান্ড যাবে। এশিয়ার সেরা আটটি দেশকে নিয়ে সেপ্টেম্বরে থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ। যেখানে সরাসরি খেলবে গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া, তৃতীয় জাপান ও স্বাগতিক থাইল্যান্ড। এই দলগুলোর সঙ্গে যোগ হবে দ্বিতীয় পর্বের সেরা চার দল।