বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ১-০ গোলের জয়ের ম্যাচে কেভিন ডি ব্রুয়েনের হ্যামস্ট্রিং ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন সিটি বস পেপ গার্দিওলা।
ভিটালিটি স্টেডিয়ামে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ইনজুরিতে আক্রান্ত হন ডি ব্রুয়েন। তার পরিবর্তে দ্বিতীয়ার্ধের শুরুতে নামা রিয়াদ মাহারেজ ৫৫ মিনিটে জয়সূচক গোলটি করেছেন। এতে করে সিটি প্রিমিয়ার লিগ টেবিলে দুই পয়েন্টের ব্যবধানে লিভারপুলকে পিছনে ফলে শীর্ষে অবস্থান করছে।
ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, বেলজিয়াম মিডফিল্ডারের নতুন ইনজুরির সাথে হাঁটুর ইনজুরির কোন সম্পর্ক নেই। তিনি হালকা হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন বলে নিশ্চিত করেছেন গার্দিওলা।
এদিকে কুঁচকির ইনজুরি কাটিয়ে দলে ফেরা সেন্টার-ব্যাক জন স্টোনসকেও দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। সতর্কতার কারণেই তাকে পুরো ম্যাচ খেলানো হয়নি বলে গার্দিওলা জানিয়েছেন।
গার্দিওলা বলেন, ৯৩ দিনে একজন খেলোয়াড় যখন ২৫টি ম্যাচ খেলবে এটা অনেকটা শারীরিক ইস্যুতে পরিণত হয়। আমরা কখনই কোন খেলোয়াড়কে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় দিতে চাই না। আর ফিরে আসার পর তাদের কাছ থেকে আমরা আগের ছন্দই আশা করি। একইসাথে আমাদের এটাও মাথায় রাখতে হয় একটি ম্যাচ হেরে গেলেই আমরা শিরোপা লড়াই থেকে পিছিয়ে পড়বো।