গত বছর রাশিয়া বিশ্বকাপের আগে পায়ের ইনজুরির কারণে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। অথচ শুধুমাত্র পায়ের হাড়ের ইনজুরি নয় ঐ সময় নেইমার আরো একটি ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। গোঁড়ালির লিগামেন্ট ইনজুরির বিষয়টি বিশ্বকাপের আগে প্রকাশ করা হয়নি বলে স্বীকার করেছেন নেইমার।
চলতি বছর জানুয়ারিতে পায়ের মেটাটারসেল ইনজুরিতে আক্রান্ত হয়ে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন প্যারিস সেইন্ট-জার্মেইর এই তারকা ফরোয়ার্ড। গত মৌসুমে প্রথম ইনজুরির কারণেও তিনি তিন মাস মাঠের বাইওে ছিলেন। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তিনি সুস্থ হয়ে মাঠে ফিরে আসেন। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে বিদায় নেয় ব্রাজিল।
এ সম্পর্কে নেইমার টিভি গ্লোবোতে বলেছেন, ‘বিশ্বকাপের আগে আমার ইনজুরি কিছুটা ভিন্ন ছিল। আমার গোঁড়ালির লিগামেন্টও ক্ষতিগ্রস্থ হয়েছিল। আর এ কারনেই পুরোপুরি সেড়ে উঠতে বেশ কঠিন সময় পার করতে হয়েছে। গোঁড়ালির বিষয়টি পুরোপুরি স্বাভাবিক হতে অনেক সময় লেগেছে।’
এদিকে টিভি গ্লোবো সূত্র মতে জানা গেছে, ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি প্রথমবার পরীক্ষায় গোঁড়ালির লিগামেন্ট ইনজুরির বিষয়টি ধরা পড়েছিল। এরপর গত ৩ মার্চ ব্রাজিলে জাতীয় দলের চিকিৎসক নেইমারের পায়ে অস্ত্রোপচার করেন।
এ বছর ২৩ জানুয়ারি সাম্প্রতীক ইনজুরির পর মেডিকেল প্রধান আরো একটি অস্ত্রোপচারের পরিবর্তে ‘রক্ষণশীল চিকিৎসার’ প্রতি বেশী জোড় দিয়েছেন। সূত্রটি আরো জানিয়েছে সাম্প্রতীক ইনজুরিতে আক্রান্ত হবার পর নেইমার দুইদিন কেঁদেছেন।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগের লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর পিএসজি এখন কোয়ার্টার ফাইনালের পথে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। আগামী ৭ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম লেগের মত ফিরতি ম্যাচেও অনুপস্থিত থাকছেন নেইমার।