জোড়া গোল উপহার দিলেন জাহিদ হাসান। এই ফরোয়ার্ডের নৈপুণ্যে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে আরামবাগ ক্রীড়া সংঘ।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শুক্রবার ২-১ গোলে জিতেছে আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হারা আরামবাগ। নয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট তাদের। আট ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ১০।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে জাহিদের গোলে এগিয়ে যায় আরামবাগ। সতীর্থের লম্বা করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেওয়ার পর দ্রুত ছুটে আসা এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
৫৭তম মিনিটে ডি-বক্সের ভেরত থেকে চিনেডু ম্যাথিউয়ের বাড়ানো বল কোনাকুনি শটে জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ।
৬৬তম মিনিটে বাঁ দিক দিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ইভানের একক প্রচেষ্টার গোলে ম্যাচে ফেরে মুক্তিযোদ্ধা সংসদ। কিন্তু পরে আর দলটি সমতায় ফেরা গোল পায়নি।
শুক্রবার অন্য ম্যাচে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে সিও জুনাপিওর একমাত্র গোলে টিম বিজেএমসিকে ১-০ ব্যবধানে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।