মিয়ানমারকে হারিয়ে এএফসি‘র চূড়ান্ত পর্বে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০১ মার্চ ২০১৯
মিয়ানমারকে হারিয়ে এএফসি‘র চূড়ান্ত পর্বে বাংলাদেশের মেয়েরা

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশীপের বছাইপর্বে মিয়ানমারকে হারিয়ে এএফসি‘র চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হলো বাংলাদেশের মেয়েরা। শুক্রবার মান্দালয়ের মান্দালার থিরি স্টেডিয়ামে ১-০ গোলে স্বাগতিক মিয়ানমারকে হারায় বাংলাদেশ।

আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রথমার্ধ গোল শূন্য থাকে। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটের সময় কর্নার থেকে নেওয়া মনিকার শট মিয়ানমার গোলরক্ষকের হাত ফসকে জড়িয়ে যায় জালে। ফলে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

৭৩ মিনিটে মিয়ানমারে গোল করার দুর্দান্ত সুযোগ পায়। কিন্তু বাংলাদেশে প্রতিরুদ্ধ ডিফেন্ডারের কারণে সুযোগ হাতছাড়া করে মিয়ানমার।

এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হলো বাংলাদেশের মেয়েরা। আগামী ৩ মার্চ শক্তিশালী চীনের মোকাবেলা করবে বাংলাদেশ।

এর আগে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশীপের বছাইপর্বের প্রথম ম্যাচে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারায় ফিলিপাইনকে হারায় বাংলাদেশ।

ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘আজকের খেলাটি অনেক কঠিন ছিল। দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমরা জানতাম মিয়ানমার অনেক শক্ত দল, তাই সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছিলাম। তাই আমরা সফল হয়েছি।’

প্রসঙ্গত, এশিয়ার সেরা আটটি দেশকে নিয়ে সেপ্টেম্বরে থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ। যেখানে সরাসরি খেলবে গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া, তৃতীয় জাপান ও স্বাগতিক থাইল্যান্ড। এই দলগুলোর সঙ্গে যোগ হবে দ্বিতীয় পর্বের সেরা চার দল। যার মধ্যে চূড়ান্ত ৮ দলে বাংলাদেশ যুক্ত হলো। 

 

বাংলাদেশ বানম মিয়ানমার খেলার পুরো ভিডিও:



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের নারীদের লক্ষ্য এবার মিয়ানমার

বাংলাদেশের নারীদের লক্ষ্য এবার মিয়ানমার

তহুরার হ্যাটট্রিক, ফিলিপাইনের জালে বাংলাদেশের ১০ গোল

তহুরার হ্যাটট্রিক, ফিলিপাইনের জালে বাংলাদেশের ১০ গোল

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

ফিলিপাইানের বিপক্ষে মাঠে নামবে নারী ফুটবলরা

ফিলিপাইানের বিপক্ষে মাঠে নামবে নারী ফুটবলরা