রিয়ালকে হেসে খেলা হারিয়ে ফাইনালে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
রিয়ালকে হেসে খেলা হারিয়ে ফাইনালে বার্সেলোনা

চির প্রতিদ্বন্দ্বীদের রিয়াল মাদ্রিদকে হেসে খেলা হারিয়ে কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। লুইস সুয়ারেসের জোড়া গোলে সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে সেমি-ফাইনালের ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে ফাইনালে ওঠে এরনেস্তো ভালভেরদের দল।

প্রথমার্ধে একটি শটও লক্ষ্যে রাখতে না পারা বার্সেলোনা ৫০তম মিনিটে বের্নাবেউকে স্তব্ধ করে দেয়। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা উসমান দেম্বেলের কাটব্যাক থেকে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন সুয়ারেস।

৬৭তম মিনিটে জেরার্দ পিকেকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস। দ্বিতীয় দফাও স্প্যানিশ এই ডিফেন্ডারকে কাটান তরুণ ফরোয়ার্ড; কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট শটে আবারও করেন হতাশ।

এর দুই মিনিট পরেই আত্মঘাতী গোল করে বসেন রাফায়েল ভারানে। ডান দিক থেকে সুয়ারেসকে লক্ষ্য করে গোলমুখে দেম্বেলের বাড়ানো বল ঠেকাতে গিয়ে নিজেদের জালে পাঠান ফরাসি এই ডিফেন্ডার।

আর ৭৩তম মিনিটে সুয়ারেসের সফল স্পট কিকে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বার্সেলোনার হাতে। ডি-বক্সে উরুগুয়ের এই স্ট্রাইকারকেই কাসেমিরো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

এ নিয়ে তৃতীয়বারের মতো ক্লাসিকোয় একের অধিক গোল করলেন সুয়ারেস। গত অক্টোবরে লিগে লিওনেল মেসিকে ছাড়াই রিয়ালকে উড়িয়ে দেওয়ার ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছিলেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। রিয়ালের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হলো ১১টি।

টানা পঞ্চমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে থাকা বার্সেলোনার প্রতিপক্ষ হবে ভালেন্সিয়া ও রিয়াল বেতিসের মধ্যে অন্য সেমি-ফাইনালের বিজয়ী দল। আগামী ২৫ মে হবে ফাইনাল।



শেয়ার করুন :


আরও পড়ুন

ডি মারিয়ার জোড়া গোল, সেমিতে পিএসজি

ডি মারিয়ার জোড়া গোল, সেমিতে পিএসজি

‘অবাধ্য’ বিশ্বের সবচেয়ে দামী গোলরক্ষক এবার শাস্তির মুখে

‘অবাধ্য’ বিশ্বের সবচেয়ে দামী গোলরক্ষক এবার শাস্তির মুখে

ম্যানইউ ম্যাচের পরেই ফিরতে পারেন নেইমার

ম্যানইউ ম্যাচের পরেই ফিরতে পারেন নেইমার

প্রতিপক্ষের খেলোয়াড়কে থুথু মেরে শাস্তির মুখে ভারতীয় ফুটবলার

প্রতিপক্ষের খেলোয়াড়কে থুথু মেরে শাস্তির মুখে ভারতীয় ফুটবলার