প্রতিপক্ষের খেলোয়াড়কে থুথু মেরে শাস্তির মুখে ভারতীয় ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
প্রতিপক্ষের খেলোয়াড়কে থুথু মেরে শাস্তির মুখে ভারতীয় ফুটবলার

ফাইল ছবি

আই লিগ খেতাবের লড়াই থেকে ছিটকে যাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে আরও একটি ধাক্কা খেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের ফুটবলার জবি জাস্টিন প্রতিপক্ষের খেলোয়াড়কে থুথু মেরে বড়সড় শাস্তির শাস্তির মুখে পড়তে যাচ্ছেন।

সোমবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আই লিগের ম্যাচে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছিল আইজল ফুটবল ক্লাব। ম্যাচের ৭০ মিনিটে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ইস্টবেঙ্গলের জবি জাস্টিন ও আইজলের করিম ওমোলোজা। এ সময় মাটিতে পড়ে যান জবি। তাতে করিমকে হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি।

ম্যাচে এটা ছিল করিমের দ্বিতীয় হলুদ কার্ড। দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে। তবে বেরিয়ে যাওয়ার সময় রেফারিকে কিছু একটা দেখানোর চেষ্টা করেন করিম। কিন্তু রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। শেষ পর্যন্ত বিষয়টি টিভি ক্যামেরায় ঠিকই ধরা পড়ে। টিভি রিপ্লেতে দেখা যায়, করিমের গায়ে থুথু দিচ্ছেন ইস্ট বেঙ্গলের হয়ে সর্বোচ্চ গোল করা জবি।

এ ঘটনায় জবিকে ইতোমধ্যেই অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্বাসিত থাকতে হবে তাকে। এ ছাড়াও আগামী রবিবার ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে হাজিরা দিতে হবে ইস্টবেঙ্গলের এই স্ট্রাইকারকে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তদন্তে দোষী প্রমাণিত হলে ন্যূনতম ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন জবি জাস্টিন। ছয় ম্যাচ নিষিদ্ধ হলে আই লিগের এবারের মৌসুমে আর কোনো ম্যাচ খেলা হবে না কেরালার এই ফুটবলারের। কেবল তাই নয়, আসন্ন সুপার কাপের প্রথম তিনটি ম্যাচও খেলতে পারবেন না তিনি। এ ছাড়াও আর্থিক জরিমানার মুখে পড়তে পারেন কেরালার এই স্ট্রাইকার।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ডি মারিয়ার জোড়া গোল, সেমিতে পিএসজি

ডি মারিয়ার জোড়া গোল, সেমিতে পিএসজি

জোড়া ক্লাসিকোর প্রথমটিতে বুধবার মুখোমুখি বার্সা-রিয়াল

জোড়া ক্লাসিকোর প্রথমটিতে বুধবার মুখোমুখি বার্সা-রিয়াল

ম্যানইউ ম্যাচের পরেই ফিরতে পারেন নেইমার

ম্যানইউ ম্যাচের পরেই ফিরতে পারেন নেইমার

‘অবাধ্য’ বিশ্বের সবচেয়ে দামী গোলরক্ষক এবার শাস্তির মুখে

‘অবাধ্য’ বিশ্বের সবচেয়ে দামী গোলরক্ষক এবার শাস্তির মুখে