আন্তর্জাতিক ফুটবলে অবসরের সিদ্ধান্ত থেকে সড়ে এসেছেন আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে। ম্যানচেস্টার সিটির এ তারকার এজেন্ট দিমিত্রি সেলাক এই তথ্য নিশ্চিত করেছেন।
২০১৬ সালের সেপ্টেম্বরে তিনি সর্বশেষ আইভরি কোস্টের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। সেলাক বলেছেন, ‘৩৪ বছর বয়সী তোরে জানিয়েছেন জাতীয় দল থেকে ডাকা হলে তিনি খেলতে প্রস্তুত আছেন।’
এক টুইটার বার্তায় সেলাক লিখেছেন, ‘ইয়াইয়া আইভরি কোস্টের জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের হয়ে তিনি আরেকটি শিরোপা জয় করতে চান।’
জাতীয় দলের হয়ে ১০০টিরও বেশি ম্যাচে অংশ নেয়া তোরে ২০১৫ সালে আফ্রিকা নেশন্স কাপের শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন। এবারের প্রিমিয়ার লিগে অবশ্য সিটির হয়ে খুব একটা ম্যাচে অংশ নিতে পারেননি।
চলতি বছরের শুরুতে এক বছরের জন্য চুক্তি নবায়ন করার পরে সব ধরনের প্রতিযোগিতায় এ পর্যন্ত আটটি ম্যাচে অংশ নিয়েছেন। এখনই যেহেতু ফুটবল থেকে অবসরের কোন চিন্তা নেই সে কারণেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ আইভরি কোস্টকে ২০১৯ সালের আফ্রিকান নেশন্স কাপে ভালো কিছুই উপহার দিতে চান তোরে।