ম্যানইউ ম্যাচের পরেই ফিরতে পারেন নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
ম্যানইউ ম্যাচের পরেই ফিরতে পারেন নেইমার

নেইমারকে ছাড়াই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে ফিরতি ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা একদমই নেই। তবে পিএসজি কোচ থমাস টুখেলের আশা সেই ম্যাচের পরেই অনুশীলনে ফিরতে পারেন দলটির বড় তারকা নেইমার!

২৩ জানুয়ারি স্ট্রসবুর্গের বিপক্ষে ফরাসি লিগ কাপের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলে ডান পায়ে চোট পান নেইমার। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া বিশ্বকাপের ঠিক আগে এই পায়ের মেটাটারসাল হাড় ভেঙে মৌসুমের মাঝপথে ছিটকে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এখন ব্রাজিলে আছেন নেইমার। টুখেল জানিয়েছেন তার সঙ্গে নিয়মিতই যোগাযোগ আছে নেইমারের। স্বদেশে ফেরার পর ব্রাজিলিয়ান তারকার উন্নতিও হচ্ছে দ্রুত। চোটের শুরুতে দশ সপ্তাহ আশঙ্কা করা হলেও দ্রুতই তাকে ফেরত পাওয়ার আশা টুখেলের।

‘ব্রাজিলে ফেরার পর থেকে নেইমার দ্রুতই উন্নতি করছে। ইউনাইটেডের বিপক্ষে হয়তো তার সমর্থন আমরা পাবো।’ সংবাদ মাধ্যমকে এমনই জানিয়েছেন টুখেল। আর ফিরলে আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবেন নেইমার এমন আশা তার।

‘এবার ফিরলে অতীতের চেয়ে নেইমার আরও শক্তিশালী হয়ে ফিরবে। আমার আশা ইউনাইটেড ম্যাচের পরেই হয়তো সে আমাদের সঙ্গে অনুশীলন করবে।’

নেইমারের পরপরই চোটে পড়েন পিএসজির আরেক তারকা এডিনসন কাভানি। ম্যানইউ ম্যাচে নেইমারের পাশাপাশি তাকেও পায়নি পিএসজি। ইএসপিএন নিজস্ব সূত্রের বরাতে জানাচ্ছে রেড ডেভিলদের বিপক্ষে ফিরতি লেগেই ফিরছেন এ উরুগুয়ে ফরোয়ার্ড!



শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমার বিক্রির জন্য নয় : আল খালাফি

নেইমার বিক্রির জন্য নয় : আল খালাফি

লেভান্তের বিপক্ষে রিয়ালের কষ্টের জয়

লেভান্তের বিপক্ষে রিয়ালের কষ্টের জয়

চিকিৎসা নিতে দেশে ফিরলেন নেইমার

চিকিৎসা নিতে দেশে ফিরলেন নেইমার

মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার জয়

মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার জয়