ঘটনাবহুল ম্যাচে জয় তুলে নিয়ে লা লিগায় প্রথম পর্বে হারের প্রতিশোধ নিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ লেভান্তের মাঠে রোববার রাতে ২-১ গোলে জয় পেয়েছে সান্তিয়াগো সোলারির দল। গত অক্টোবরে রিয়ালকে একই ব্যবধানে হারিয়েছিল লেভান্তে।
ম্যাচের ২০তম মিনিটে রিয়ালের ডি-বক্সে লুইস মোরালেস পড়ে গেলে পেনাল্টির আবেদন করেন লেভান্তের খেলোয়াড়রা। এর তিন মিনিট পর গোল খেতে বসেছিল রিয়াল। তবে স্প্যানিশ ফরোয়ার্ড রোজে মার্তির শট পোস্টে বাধা পায়। ফলে আবারও বেঁচে যায় অতিথিরা।
এর পর ম্যাচের ৩২তম মিনিটে সুযোগ পায় রিয়াল। তবে ভিনিসিউস জুনিয়রের নেয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে ৪৩তম মিনিটে বেনজেমার সফল স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। আসরে ফরাসি ফরোয়ার্ডের এটি ১১তম গোল।
পরের মিনিটে আবারও গোলবঞ্চিত হয় স্বাগতিকরা। মার্তির নিচু শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে বাধা পায়। ম্যাচের ৬০তম মিনিটে গোলের দেখা পায় লেভান্তে। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক টোকায় দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান মার্তি।
৭৪তম মিনিটে বেনজেমাকে তুলে বেলকে নামান কোচ। মাঠে নামার ৪ মিনিট পরেই দলকে এগিয়ে দেন তিনি। ৮৬তম মিনিটে ঘানার ফরোয়ার্ড রাফায়েলকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নাচো ফের্নান্দেস। একজন কম নিয়েই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
২৫ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মাদ্রিদের দলটি। এছাড়া লিওনেল মেসির হ্যাটট্রিকে সেভিয়াকে ৪-২ গোলে হারানো বার্সেলোনা ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।