ইনজুরির কারণে অনেকদিন ধরেই মাঠে নেই ব্রাজিল তারকা নেইমার। গত বছর একই ধরনের মেটাটারসালের চোটের কারণেই বিশ্বকাপ খেলার স্বপ্ন ধ্বংস হতে বসেছিল। এবার ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। ইজুরির চিকিৎসা নিতে নিজ দেশ ব্রাজিলে গেছেন নেইমার।
গত বৃহস্পতিবার ব্রাজিলের উদ্দেশে প্যারিস ছেড়েছেন নেইমার। তার ক্লাব পিএসজির পক্ষ থেকেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পিএসজি জানায়, ‘নেইমারের ডান পায়ের পঞ্চম মেটাটারসালের চোটের চিকিৎসার অংশ হিসেবে ১০ দিনের জন্য তাকে ব্রাজিল পাঠানো হয়েছে। প্যারিস আর বার্সেলোনায় এরই মধ্যে তাকে চিকিৎসা দেয়া হয়েছে। কিন্তু নির্দিষ্ট কিছু চিকিৎসার জন্য নেইমারকে ক্লাবের এক চিকিৎসক দলসহ ব্রাজিলে পাঠান হয়েছে।’
বরাবরের মতো এবারও নেইমারকে সেরে উঠতে পুরো সমর্থন দিয়ে যাচ্ছে পিএসজি।
গত ২৩ জানুয়ারি স্ট্রাসবুর্গের বিপক্ষে ফরাসি কাপের ম্যাচে ডান পায়ের পঞ্চম মেটাটারসালে চিড় ধরে নেইমারের। এর আগে গত বিশ্বকাপের আগে ওই মেটাটারসাল ভেঙে তিন মাস মাঠের বাইরে ছিলেন তিনি।