এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। মারিয়া মান্ডার নেতৃত্বে ৩০ সদস্যের দল থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আগামী ২২ ফেব্রুয়ারি শুক্রবার। দ্বিতীয় পর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে চীন, ফিলিপাইন ও মায়ানমারের বিরুদ্ধে।
বাংলাদেশ দলের ভার মারিয়া মান্ডার কাঁধে দেওয়া হয়েছে। তার সহকারী হিসেবে থাকবেন আঁখি খাতুন। বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
বাংলাদেশ দল এই পর্বে তিনটি ম্যাচ খেলবে। ২৭ ফেব্রুয়ারি ফিলিপাইনের বিরুদ্ধে, ১ মার্চ মায়ানমারের বিরুদ্ধে এবং ৩ মার্চ চীনকে মোকাবেলা করবে মারিয়া-আঁখিরা। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ম্যান্ডালির মান্ডালার থিরি স্টেডিয়ামে।
সফরে বাংলাদেশ থেকে ৩০ জন রওনা দিবেন। যার মধ্যে সাতজন কর্মকর্তা ও বাকি ২৩ জন ফুটবলার।
বাংলাদেশ দল:
মাহমুদা আক্তার, রুপনা চাকমা, ইয়াসমিন আক্তার, আঁখি খাতুন, নাজমা, আনাই মোগিনী, নিলুফা ইয়াসমিন, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, মুন্নি আক্তার, লাবনী আক্তার, সোহাগী কিসকু, ইলামনি, সুলতানা, আনুচিং মোগিনী, নওশন জাহান, রেহেনা আক্তার, শাহেদা আক্তার, শামসুন্নাহার, তহুরা খাতুন, শামসুন্নাহার, রোজিনা আক্তার।