প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জিতে উড়তে থাকা বসুন্ধরা কিংস অবশেষে থমকে গেছে। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মঙ্গলবার টিম বিজেএমসি বিপক্ষে ড্র করেছে দলটি।
ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বসুন্ধরা। সাত ম্যাচে তিন ড্রয়ে ৩ পয়েন্ট বিজেএমসির।
গোলশূন্য প্রথমার্ধে বিজেএমসি গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি বসুন্ধরার ফরোয়ার্ডরা। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ডি-বক্সে গিয়ে খেই হারাতে থাকে দলটি।
৫৫তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ নষ্ট হয় লিগের নবাগত দল বসুন্ধরা কিংসের। সতীর্থের বাড়ানো বলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস দি সিলভার হেড ঝাঁপিয়ে পড়ে ফেরান বিজেএমসি গোলরক্ষক।
৭৭তম মিনিটে বিজেএমসির স্যামসন ইলিয়াসুকে ফাউল করে ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধূরী লালকার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস।
পরের মিনিটে মতিন মিয়াকে তুলে নিয়ে তৌহিদুল আলম সবুজকে নামান দলটির কোচ। কিন্তু এই ফরোয়ার্ডও বাকিটা সময়ে দলকে এনে দিতে পারেননি কাঙিক্ষত গোল।