‘নেইমারের অবস্থা এখনও জটিল’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
‘নেইমারের অবস্থা এখনও জটিল’

ফাইল ফটো

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলর ফিরতি লেগে মোকাবেলার আগে পায়ের ইনজুরি থেকে মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা নেই প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমারের। তার বাবা সিনিয়র নেইমারের ভাষ্য মতে আগামী এপ্রিলের আগে মাঠে নামার কোন সুযোগ নেই ব্রাজিলীয় এ তারকার।

আগামী ৬ মার্চ দ্বিতীয় লেগে ইউনাইটেডকে আথিথেয়তা দেবে পিএসজি। ইতোমধ্যে ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগের এ্যাওয়ে ম্যাচে জয় নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে প্যারিস জায়ান্টরা। গত ২৩ জানুয়ারি স্ট্রাসবার্গে কোপা ডি ফ্রেঞ্চ এর ম্যাচে অংশগ্রহণের সময় নতুন করে ইনজুরিতে পড়েন নেইমার। ওই ম্যাচে তার দল পিএসজি ২-০ গোলে জয় পেলেও এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি।

কয়েক সপ্তাহের মধ্যে ২৭ বছর বয়সি এই ফুটবল তারকার মাঠে ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তার বাবা। টেলিফুটকে তিনি বলেন, ‘এখনও ইনজুরিতে আছে নেইমার। অবস্থা এখনও জটিল। যা ফুটবল প্রেমী ও নেইমারের ভক্তদেরও বিপাকে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি কম করে হলেও ১০ সপ্তাহের। তাই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে তার মাঠে অসম্ভব ব্যাপার।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনায় মেয়াদ বাড়লো কোচ ভালভার্দের

বার্সেলোনায় মেয়াদ বাড়লো কোচ ভালভার্দের

দিবালা-রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

দিবালা-রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

নিজ দেশে ফিরলো সালা‘র নিথর দেহ

নিজ দেশে ফিরলো সালা‘র নিথর দেহ

মেসির গোলে জয়ে বার্সেলোনা, সঙ্গে হলুদ কার্ড

মেসির গোলে জয়ে বার্সেলোনা, সঙ্গে হলুদ কার্ড