ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এমনিতেই আনন্দে ভাসছে বার্সা পরিবার। এর মধ্যে বড়দিন উপলক্ষে আরও বাড়তি ছুটি পেল লিওনেল মেসি, লুইস সুয়ারেসরা।
ক্লাব বার্সেলোনার এক বিবৃতিতে জানানো হয়, দলটি এখন বড়দিনের ছুটিতে রয়েছে। বের্নাবেউয়ে রিয়ালের বিপক্ষে জয়ের ম্যাচে শেষ বাঁশি বাজার মধ্য দিয়ে শুরু হয়েছে এই ছুটি। চলবে ৩০ ডিসেম্বর খেলোয়াড়দের অনুশীলনে ফেরার আগ পর্যন্ত। এর মধ্যে মেসি, সুয়ারেস ও মাসচেরানো দলে যোগ দেবেন ২ জানুয়ারি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে গত শনিবার লা লিগায় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে কাতালান এ ক্লাবটি। ম্যাচে সুয়ারেস, মেসি ও আলেইশ ভিদাল একটি করে গোল করেছেন।
শিরোপার লড়াইয়ে থাকা অপর দুই দল আতলেতিকো মাদ্রিদ ও ভালেন্সিয়া নিজ নিজ ম্যাচে হারায় লিগে বেশ সুবিধাজনক অবস্থানে থেকে বছরটি শেষ করলো বার্সেলোনা। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট এখন ১৭ ম্যাচে ৪৫। ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।