মেসির গোলে জয়ে বার্সেলোনা, সঙ্গে হলুদ কার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
মেসির গোলে জয়ে বার্সেলোনা, সঙ্গে হলুদ কার্ড

টানা তিন ড্রয়ের পর অবশেষে জয়ের মুখ দেখলো বার্সেলোনা। অধিনায়ক ও প্রাণ ভোমর লিওনেল মেসির গোলে ১-০ ব্যবধানে লা লিগায় রিয়াল ভাইয়াদলিদকে হারিয়েছে। ম্যাচটিতে একটি হলুদ কার্ডও দেখেছেন মেসি।

শনিবার রাতে কাম্প নউয়ে ১-০ গোলে জেতে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। তবে মেসি ও লুইস সুয়ারেস অনেকগুলো সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারতো। এমনকি রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখে শেষ দিকে একটি পেনাল্টিও মিস করেছেন বার্সেলোনা অধিনায়ক।

মাঠে নামা বার্সেলোনার প্রথমার্ধের পারফরম্যান্স মোটেও আশানুরূপ ছিল না। উল্টো বেশ কয়েকবার তাদের রক্ষণে ভীতি ছড়ায় অতিথিরা। তবে ৪৩তম মিনিটে মেসির স্পট কিকে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় স্বাগতিকরা।

আসরে এই নিয়ে সর্বোচ্চ ২২ গোল করলেন মেসি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হলো ৩০টি। টানা ১১ মৌসুমে কমপক্ষে ৩০টি করে গোল করার কীর্তি গড়লেন আর্জেন্টাইন তারকা।

দ্বিতীয়ার্ধে প্রথম ১০ মিনিটে সহজ তিনটি সুযোগ হারায় বার্সেলোনা। ৪৮তম মিনিটে মেসির ভলি রুখে দেন গোলরক্ষক। ৫১তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নিরেও গোল করতে পারেনি। ৬৫তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েছিলেন বদলি খেলোয়াড় সুয়ারেস। তার শটও রুখে দেন জর্দি মাসিপ।

বাকি সময়ে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস আরও দুইবার ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে ব্যর্থ হলে ব্যবধান আর বাড়েনি। ২৪ ম্যাচে ১৬ জয় ও ছয় ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৪।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্ব ক্রিকেটের আইডল কে এই শিশু?

বিশ্ব ক্রিকেটের আইডল কে এই শিশু?

সালার শেষ শেষকৃত্যে যোগ দেবেন কার্ডিফ সিটি ম্যানেজার

সালার শেষ শেষকৃত্যে যোগ দেবেন কার্ডিফ সিটি ম্যানেজার

যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় ৪ দেশ

যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় ৪ দেশ

বার্সেলোনায় মেয়াদ বাড়লো কোচ ভালভার্দের

বার্সেলোনায় মেয়াদ বাড়লো কোচ ভালভার্দের