নিজ দেশে ফিরলো সালা‘র নিথর দেহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
নিজ দেশে ফিরলো সালা‘র নিথর দেহ

নতুন ক্লাব কার্ডিফে খেলার কথা ছিল, হয়েছিল চুক্তিও। হয়তো ২১ জানুয়ারি সালা’র জীবনে না আসলে এখন কার্ডিফের জার্সিতে দেখা যেতো এই ফুটবলারকে।

হতভাগা এই ফুটবলার অবশেষে দেশে ফিরেছেন। তবে সেটা তার নিথর দেহ। ফ্রান্সের নৎসে থেকে গত ২১ জানুয়ারি নতুন ক্লাব কার্ডিফে যোগদানের উদ্দেশ্যে বিমানে রওনা হওয়ার পর চ্যানেলে ২৮ বছর বয়সী সালার বিমানটি হারিয়ে যায়।

পরে ৩ ফেব্রুয়ারি দুর্ঘটনার তদন্তকারী সংস্থা ঐ ইংলিশ চ্যানেলে সালাকে বহনকারী প্লেনের ধ্বংসাবশেষের সন্ধান পায়। যেখানে একটি অজ্ঞাত দেহ দেখতে পাওয়া যায়। আর ৭ ফেব্রুয়ারি সেটি সালার মরদেহ বলে নিশ্চিত করা হয়।

শনিবার তার শহর পোগ্রেসোতে সালার অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা রয়েছে। বিমান দুর্ঘটনায় নিহত ফুটবলার এমিলিয়ানো সালার শেষকৃত্যে যোগ দেবেন কার্ডিফ সিটি ম্যানেজার নেইল ওয়ারনক এবং ক্লাবের প্রধান নির্বাহী কেন চু। এছাড়া সকল তারকা খেলোয়াড়দেরও দেখা যেতে পারে ওই অন্ত্যেষ্টিক্রিয়ায়।



শেয়ার করুন :


আরও পড়ুন

সালার শেষ শেষকৃত্যে যোগ দেবেন কার্ডিফ সিটি ম্যানেজার

সালার শেষ শেষকৃত্যে যোগ দেবেন কার্ডিফ সিটি ম্যানেজার

বিমান দুর্ঘটনায় নিখোঁজ সালার মরদেহ উদ্ধার

বিমান দুর্ঘটনায় নিখোঁজ সালার মরদেহ উদ্ধার

অপরিবর্তিত দল নিয়েই খেলছে বাংলাদেশ

অপরিবর্তিত দল নিয়েই খেলছে বাংলাদেশ

‘সমকামী’ বলায় ক্ষমা চাইলেন গ্যাব্রিয়েল

‘সমকামী’ বলায় ক্ষমা চাইলেন গ্যাব্রিয়েল