দিবালা-রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
দিবালা-রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

গোল করতে যেন ভুলেই গিয়েছিলেন তিনি। গতবছরের ৩ নভেম্বর কাইয়ারির বিপক্ষে সবশেষ নিশানা খুঁজে পেয়েছিলেন। বিরতি শেষে সিরি-এ'তে ১২ ম্যাচ পর ফের গোলের দেখা পেলেন পাওলো দিবালা।

তার পাশাপাশি শুক্রবার রাতে পুরনো দাপটেরই দেখা মিলল ক্রিশ্চিয়ানো রোনালদোর। এই দুই তারকার দাপটে ফ্রোসিনোনের বিপক্ষে অনায়াস জয় পেয়েছে জুভেন্টাস।

জুভেন্টাস স্টেডিয়ামে তলানিতে থাকা দলটির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে তুরিনোর ওল্ড লেডি খ্যাত ক্লাবটি।

ফ্রোসিনোনের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় জুভরা। খেলার ৬ মিনিটে অসাধারণ এক গোল করেন দলে ফেরা দিবালা। রোনালদোর পাস থেকেই বল পেয়ে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড খুঁজে নেন নিশানা।

এরপর ১৭তম মিনিটে এই দিবালার ভাসানো কর্নারে মারিও মানজুকিচের হেড আটকে দেন প্রতিপক্ষের গোলকিপার। ফিরতে বল জালে পাঠিয়ে দেন লিওনার্দো বোনুচ্চি (২-০)।

খেলার ৬৩তম মিনিটে রোনালদোর গোল। এনিয়ে এবারের সিরি-এ'তে শেষ চার ম্যাচেই গোল পেলেন এই পর্তুগিজ তারকা। সব মিলিয়ে এটি তার ১৯ নম্বর গোল।

আর এই জয়ে ২৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে এরপরই নাপোলি। ইন্টার মিলানের ৪৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয়স্থানে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনায় মেয়াদ বাড়লো কোচ ভালভার্দের

বার্সেলোনায় মেয়াদ বাড়লো কোচ ভালভার্দের

যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় ৪ দেশ

যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় ৪ দেশ

সালার শেষ শেষকৃত্যে যোগ দেবেন কার্ডিফ সিটি ম্যানেজার

সালার শেষ শেষকৃত্যে যোগ দেবেন কার্ডিফ সিটি ম্যানেজার

নেইমারকে ছাড়াই ইউনাইটেডকে হারালো পিএসজি

নেইমারকে ছাড়াই ইউনাইটেডকে হারালো পিএসজি