কোচ আর্নেস্টো ভালভার্দের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে কাতালান ক্লাবটি।
নতুন চুক্তিতে বার্সেলোনার সঙ্গে ভালতার্দের মেয়াদ আরো এক মৌসুম বাড়ানো হয়েছে। এটি শেষ হবার পর আরো এক মৌসুম ক্লাবের সঙ্গে যুক্ত থাকার সুযোগও রাখা হয়েছে।
২০১৭ সালে অ্যাথলেটিক বিলবাও ছেড়ে ক্যাম্প ন্যু’র দায়িত্ব নেয়ার পর গত মৌসুমে বার্সেলোনাকে দুটি কাপ ও লীগ শিরোপা এনে দিয়েছেন ভালভার্দে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাতালান ক্লাবটি বলেছে, ‘আরো এক মৌসুম এক সঙ্গে কাজ করার জন্য (২০১৯/২০) চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে এফসি বার্সেলোনা এবং ক্লাবের প্রধান কোচ আর্নেস্টো ভালভার্দে। সেই সঙ্গে নতুন চুক্তিতে পরবর্তী আরো একটি মৌসুম একসাথে কাজ করার সুযোগ রাখা হয়েছে।’
ভালদার্দে ও বার্সেলোনার মধ্যকার বর্তমান চুক্তির মেয়াদ চলতি মৌসুম শেষেই শেষ হওয়ার কথা ছিল। তিনি যোগ দিয়েই বার্সেলোনাকে ২০১৭/১৮ মৌসুমে একেবারেই অপরাজিত থাকার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলেন। শেষভাগে এসে লেভান্তের কাছে হেরে ইতিহাস গড়তে ব্যর্থ হয়েছে কাতালান ক্লাবটি।
একই সঙ্গে গত রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে গোলশুন্য ড্র করার কারণে ছেদ পড়েছে বার্সেলোনার টানা গোল করার ধারাবাহিকতা। এর আগে ৩৭ ম্যাচে টানা গোল পেয়েছে লা লীগা জায়ান্টরা।