র্জেন্টিনা, প্যাগুয়ে, চিলি এবং উরুগুয়ে যৌথভাবে ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর যৌথভাবে আয়োজনের প্রস্তাব দেয়া হবে বলে গতকাল জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।
ফুটবলের সবচেয়ে সম্মানজনক এ টুর্নামেন্ট যৌথভাবে আয়োজনে ইতোমধ্যেই আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে প্রস্তাব দিয়েছে। তবে পিনেরা এক টুইটার বার্তায় বলেন, ঐ দেশগুলোর প্রেসিডেন্টগণ যৌথ আয়োজক হতে চিলির প্রস্তাবে সম্মতি দিয়েছে।
শেষ দিকে প্যারাগুয়ে যুক্ত হওয়ার আগে ২০১৭ সালেই মূলত আর্জেন্টিনা এবং উরুগুয়ে যৌথভাবে এ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিল।
গত বছর ডিসেম্বর মাসে বলিভিয়ার ফুটবল পাগল প্রেসিডেন্ট এভা মোরালেস টুর্নামেন্ট আয়োজনে ‘দুই অথবা তিন বিষয়ে সহ আয়োজক হতে’ তিন দেশকে পস্তাব দেয়।
তার এই প্রস্তাব গৃহীত হয়েছে। যার অর্থ হচ্ছে লাজ পাজ-এ হার্নান্দো সিলস রেয়েস স্টেডিয়ামও একটি স্বাগতিক ভেন্যু।
পিনেরা বলেন আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগয়ের প্রেসিডেন্টদের কাছে নিজের ধারণা ও পরিকল্পনা জানাতে কয়েক মাস এসব দেশে যাতায়াত করেছেন।
১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরের আয়োজক ছিল উরুগুয়ে। চিলি আয়োজন করে ১৯৬২ বিশ্বকাপ। এরপর পার্শ্ববর্তী দেশগুলোর সমস্ত অর্জন ছাপিয়ে নিজ মাঠে ১৯৭৮ বিশ্বকাপের শিরোপা জয় করে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকার এ দেশগুলো চাড়াও ২০৩০ বিশ্বকাপ আয়োজনে যৌথ প্রস্তাব দিয়েছে বৃটেন ও আয়ার ল্যান্ড এবং পুনর্বাঞ্চলীয় ইউরোপিয়ান করফেডারেশনের গ্রীস, সার্বিয়া, বুলগেরিয়া ও রোমানিয়া। আয়োজক হতে চায় মরক্কোও।
এছাড়া মরক্কো ও পর্তুগালকে নিয়ে যৌথ আয়োজক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ।