নবাগত বসুন্ধরা কিংস ফুটবলে রীতিমত রাজত্ব শুরু করেছে। ষষ্ঠ রাউন্ডে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করেছে বসুন্ধরা।
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ১-০ গোলে জিতে বসুন্ধরা কিংস। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া আবাহনী লিমিটেড এক ম্যাচ বেশি খেলেছে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কিরগিজস্তানের ফরোয়ার্ড বখতিয়ার দুইশবেকভের সফল স্পট কিকে এগিয়ে যায় কিংস।
ম্যাচের বাকিটা সময় ব্যবধান বাড়াতে না পারলেও স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হয়ে প্রিমিয়ার লিগে উঠে আসা দলটি। লিগে তৃতীয় হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জের অর্জন ছয় ম্যাচে ৩ পয়েন্ট।
এদিকে নোয়াখালীর শহীদ ভুল স্টেডিয়ামে নোফেল স্পোর্টিং ও টিম বিজেএমসির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লিগে তৃতীয় ড্রয়ে ৩ পয়েন্ট নোফেলের। তিন ড্রয়ে বিজেএমসির পয়েন্টও ৩।