নেইমারকে ছাড়াই ইউনাইটেডকে হারালো পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
নেইমারকে ছাড়াই ইউনাইটেডকে হারালো পিএসজি

আক্রমণভাগের দুই তারকা নেইমার ও এদিনসন কাভানির অনুপস্থিতিতে শুরুতে ধুঁকতে দেখা গেল পিএসজিকে। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে নিজেদের মেলে ধরে ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়ে দিল টমাস টুখেলের দল। গড়লো প্রথম ফরাসি ক্লাব হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের অনন্য কীর্তি।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতে প্যারিসের ক্লাবটি। প্রেসনেল কিম্পেম্বের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে।

আগামী ৬ মার্চ ফিরতি পর্বে পিএসজির মাঠে পল পগবাকে ছাড়াই খেলতে যাবে ইউনাইটেড। ম্যাচের শেষ দিকে দানি আলভেসকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। গত দুই আসরে শেষ ষোলো থেকে ছিটকে পড়া পিএসজির সামনে এখন শেষ আটে ওঠার হাতছানি।

প্রথমবারের মতো মুখোমুখি লড়াইয়ে নামা দুদলের প্রথমার্ধের পারফরম্যান্স ছিল হতাশাজনক। কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ছিল ফাউলের ছড়াছড়ি; এ সময়ে মোট ১৩ বার ফাউলের বাঁশি বাজান রেফারি। পাঁচ জনকে দেখান হলুদ কার্ড; এর মধ্যে পিএসজির তিন জনকে।

বিরতির আগে একমাত্র উল্লেখযোগ্য ঘটনা ঘটে ৩৯তম মিনিটে। বল দখলের লড়াইয়ে অ্যাশলি ইয়াং ছুটে গিয়ে পিএসজির আনহেল দি মারিয়াকে ধাক্কা দিলে হাতে ব্যথা পান এই আর্জেন্টাইন। এতে দুদলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। কোনো দুর্ঘটনা অবশ্য ঘটেনি। খানিক পরেই মাঠে ফেরেন দি মারিয়া। আর আগেই হলুদ কার্ড দেখা ইয়াংকে এ যাত্রায় সতর্ক করে দেন রেফারি।

বিরতির ঠিক আগে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ইউনাইটেডের ইংলিশ মিডফিল্ডার জেসি লিনগার্ড। বদলি নামেন চিলির ফরোয়ার্ড আলেক্সিস সানচেস।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় অতিথিরা। এমবাপের হেড ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান দাভিদ দে হেয়া। ৫৩তম মিনিটে দি মারিয়ার নেওয়া ওই কর্নারেই কাছ থেকে বাঁ পায়ের টোকায় পিএসজিকে এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার কিম্পেম্বে।

এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা পিএসজি প্রতিপক্ষের রক্ষণে প্রচণ্ড চাপ বাড়ায়। দ্রুত সাফল্যও পেয়ে যায় তারা। ৬০তম মিনিটে বাঁ দিক থেকে দি মারিয়ার ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে প্লেসিং শটে বল ঠিকানায় পাঠান এমবাপে। ৮৯তম মিনিটে পগবা বহিষ্কার হলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের।

সুলশারের অধীনে ইউনাইটেডের এটি প্রথম হার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত ছিল রেড ডেভিলরা। এর মধ্যে ১০টিতেই জিতেছিল দলটি। ইউরোপ সেরার মঞ্চে এসেই হলো ছন্দপতন।

মঙ্গলবার শেষ ষোলোর প্রথম পর্বে অন্য ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমা নিজেদের মাঠে ২-১ গোলে পর্তুগালের দল এফসি পোর্তোকে হারিয়েছে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

‘ছন্দহীন’ মেসি শতভাগ ফিট ছিল : বার্সা কোচ

‘ছন্দহীন’ মেসি শতভাগ ফিট ছিল : বার্সা কোচ

ফুটবল দলের কোচের পদ হারালেন লুসেসকু

ফুটবল দলের কোচের পদ হারালেন লুসেসকু

যুব বিশ্বকাপে আর্জেন্টিনা, বাদ পড়ল ব্রাজিল

যুব বিশ্বকাপে আর্জেন্টিনা, বাদ পড়ল ব্রাজিল

রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসের সহজ জয়

রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসের সহজ জয়