ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। গত রবিবার নিজেদের ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েও ২০১৯ যুব বিশ্বকাপের টিকিট কাটতে পারল না ব্রাজিল। এ নিয়ে চার আসরের তিনবার বাছাইপর্বই পেরোনো হলো না ব্রাজিলের।
শীর্ষ চারটি দল আগামী মে-জুনে পোল্যান্ডে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের ২২তম আসরে অংশ নেবে। চিলিতে অনুষ্ঠিত ছোটদের কোপা আমেরিকায় (অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইকুয়েডর।
ড্র হওয়া উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে কলম্বিয়া হারলেই কেবল যুব বিশ্বকাপে খেলার আশা থাকতো ব্রাজিলের। আর আর্জেন্টিনা জিতলে তারাই চ্যাম্পিয়ন হতো। একমাত্র পেনাল্টি গোলের জয়ে আর্জেন্টিনাকে শিরোপা জিততে না দেয়াটাই ব্রাজিলের সান্ত্বনা হতে পারে।
আর্জেন্টিনা ও ইকুয়েডরের সঙ্গে যুব বিশ্বকাপের টিকিট কাটে উরুগুয়ে ও কলম্বিয়া। যুব বিশ্বকাপে রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর বিগত চার আসরের মধ্যে তিনবারই বাছাইপর্বে বাদ পড়া ব্রাজিল শিরোপা জিতেছে ৫ বার।