তুরস্কের জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে মিরসেয়া লুসেসকুকে বরখাস্ত করা হয়েছে। টার্কিশ ফুটবল ফেডারেশন (টিএফএফ) এক বিবৃতিতে এই ঘোষনা দিয়েছে। ২০১৭ সালে লুসেসকু জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
৭৩ বছর বয়সী রোমানিয়ান এই কোচের অধীনে তুরস্ক ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সম্প্রতি উয়েফা নেশন্স লিগের ব্যর্থতায় দলটিকে তৃতীয় সারিরর লিগ-সি’তে রেলিগেটেড হতে হয়েছে। পরবর্তী কোচ হিসেবে বেসিকটাসের বর্তমান বস সেনোল গুনেসের পুনরায় ফিরে আসার ইঙ্গিত পাওয়া গেছে।
৬৬ বছর বয়সী গুনেসের অধীনে তুরস্ক ২০০২ সালে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল যা এখনও দেশটির ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। টিএফএফ’র এক মুখপাত্রও গুনেসের এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
টিএফএফ জানিয়েছে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বকে সামনে রেখে তুরষ্ক নতুনভাবে সবকিছু শুরু করতে চাইছে। সে কারনে দ্রুতই নতুন কোচের সাথে চুক্তি সম্পন্ন হবে। ২০২০ ইউরো বাছাইপর্বে গ্রুপ-এইচ’এ তুরষ্কের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও জায়ান্ট কিলার আইসল্যান্ড।
লুসেসকুর অধীনে ১৭ ম্যাচে তুরষ্ক চারটিতে জয়, ছয়টিতে ড্র ও সাতটিতে পরাজিত হয়েছে। যদিও তার সঠিক দিক নির্দেশনায় রোমার উইঙ্গার সেনজিস আন্ডার ও উলফসবার্গ মিডফিল্ডার ইউনুস মালির মত তরুন প্রতিভারও জন্ম হয়েছে। তবে বিশ্বকাপে খেলতে না পারার হতাশা লুসেসকুর সময়ে সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তুরষ্কের সাবেক গোলরক্ষক গুনেসের অধীনে বেসিকটাস ২০১৭ সালে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়নশীপ শিরোপা জয় করে। ২০১৫ সাল থেকে তিনি ক্লাবটির কোচের দায়িত্বে আছেন।