আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে নিজেকে মেলে ধরতে না পারায় লিওনেল মেসির ফিটনেস নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে মেসির ফিটনেস নিয়ে ওঠা গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে। তিনি বলেন, পুরোপুরি সুস্থ আছে বলেই মেসি খেলেছে।
গত রোববার খেলা না খেলার শঙ্কা কাটিয়ে মাঠে ফিরেছিলেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ‘ছন্দহীন’ মেসির বার্সাকে রুখে দেয় বিলবাও। বার্সেলোনার সাথে গোল শূন্য ড্রো করে ঘরের মাঠে খেলা বিলবাও। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে শেষ তিন ম্যাচেই ড্র করে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
লিগে আগের আট ম্যাচের প্রতিটিতে গোল করা মেসি মাঝে ঊরুর সমস্যায় পড়েছিলেন। ফলে কোপা দেল রের সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার খেলা নিয়েও শঙ্কা জেগেছিল। পরে অবশ্য ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন। আর বিলবাওয়ের বিপক্ষে মাঠে ফেলেন মেসি।
ম্যাচে দল গোল শূন্য ড্র করায় মেসির ফিটনেস নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তবে ৩১ বছর বয়সী তারকা শতভাগ ফিট ছিলেন বলেই ম্যাচের পর দাবি করেছেন ভালভেরদে। তিনি বলেন, ‘মেসি ভালো আছে। সে নিজের শতভাগ দিয়েই খেলেছে। তার কিছু অসুবিধা ছিল। … কিন্তু পুরোপুরি সুস্থ আছে বলেই সে খেলেছে।’
২৩ ম্যাচে ১৫ জয় ও ছয় ড্রয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার বর্তমান পয়েন্ট ৫১।