বাংলাদেশ ফুটবলে নতুন ইতিহাস গড়লেন সাবেক নারী ফুটবলার মিরোনা আক্তার। কারণ দেশের ইতিহাসে তিনিই প্রথম পুরুষ ফুটবল দলে নারী কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এ মৌসুমে ঢাকা সিটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মিরোনা আক্তার। তিনি ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু করে। খেলেছেন জাতীয় দলেও। তবে হ্যান্ডবল, ভলিবলের পর অ্যাথলেটিক্সের মধ্য দিয়ে অবসরে যান। বাংলাদেশ নৌবাহিনীর জার্সিতে জিতেছেন জাতীয় পর্যায়ে একাধিক পদক।
গেলো বছর 'বি' লাইসেন্স সম্পন্ন করেছেন মিরোনা। কোচ গোলাম রব্বানি ছোটনকে আদর্শ হিসেবে নেয়া মিরোনা, সুযোগ পেলে কাজ করতে চান জাতীয় দলের জন্যও।
মিরোনা আক্তার বলেন, 'আমরা যেহেতু লক্ষ্য নিয়ে নেমেছি তা পূরণ করার জন্যে যা প্রয়োজন আমরা তাই করবো। আমি যেহেতু মেয়ে হিসেবে ছেলেদের টিমে কাজ করছি আমার ইচ্ছা রয়েছে মেয়েদের জাতীয় টিমে কাজ করার।'
তিনি আরো বলেন, ' স্টাফ ও দল আমাকে সানন্দে গ্রহণ করেছে। তারা আমার কোচ হওয়াকে ইতিবাচক ভাবে নিয়ে। এছাড়া তারা আমাকে যথেস্ট সাহায্য করছে।'