পুরো টুর্নামেন্টে গোল খায়নি বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭
পুরো টুর্নামেন্টে গোল খায়নি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। রোববার ফাইনালে ভারতকে ১-০ ব্যবধানে হারিয়ে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

গ্রুপ পর্বেও দুর্দান্ত খেলেছে বাংলার কিশোরীরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এ আসরে কোনও ম্যাচেই হারেনি বাংলাদেশ। এমনকি একটি গোলও হজম করেনি দলটি।

ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ (রোববার) ভারতকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ।

খেলার ৪১তম মিনিটে ম্যাচের একমাত্র ও জয় সূচক গোলটি করেন শামসুন্নাহার। প্রতিযোগিতায় এটি তার দ্বিতীয় গোল।

চার দলের এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বের তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপালকে ৬-০, ভুটানকে ৩-০ এবং ভারতকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। অন্যদিকে, ভুটানকে ৩-০ গোলে হারানোর পর নেপালকে ১০-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। তবে সেই ভারতই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-০ গোলে এবং আজ ফাইনালে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশের কাছে।

পুরো টুর্নামেন্টে বাংলাদেশ প্রতিপক্ষের জালে মোটটি ১৩ গোল করেছে। তবে একটি গোলও হজম করতে হয়নি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ত্রিদেশীয়-দ্বিপাক্ষিক সিরিজের স্কোয়াডে ৩২ টাইগার

ত্রিদেশীয়-দ্বিপাক্ষিক সিরিজের স্কোয়াডে ৩২ টাইগার

ছেলেদের আগে ফুটবল বিশ্বকাপ খেলবে মেয়েরা

ছেলেদের আগে ফুটবল বিশ্বকাপ খেলবে মেয়েরা

ফিফা র‌্যাংকিংয়ে খাদের কিনারায় বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে খাদের কিনারায় বাংলাদেশ