এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড খেলতে মিয়ানমার যাচ্ছেন নারী ফুটবলাররা। ২৩ ফেব্রুয়ারি মিয়ানমার যাওয়ার কথা রয়েছে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলারদের।
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বে দুর্দান্ত খেলে বাংলাদেশের মেয়েরা। গত বছর সেপ্টেম্বরে প্রথম পর্বের ‘এফ’ গ্রুপের খেলা হয়েছিল কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। বাহরাইন, লেবানন, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে দ্বিতীয় রাউন্ডে।
দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ফিলিপাইন, চীন ও স্বাগতিক মিয়ানমার। ২৭ ফেব্রুয়ারি শুরু হবে এ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড। সেই ম্যাচে বাংলাদশের মেয়েরা মুখোমুখি হবে ফিলিপাইনের। পরে ১ মার্চ স্বাগতিকদের এবং গ্রুপের শেষ ম্যাচ ৩ মার্চ চীনের সঙ্গে লড়বে বাংলাদেশ।
এ বিষয়ে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘এখানে তিনটি দলই ভালো। তবে আমরাও ভালো। আমাদের মেয়েরা দীর্ঘদিন ধরে অনুশীলনে আছে। আশা করি, সব ম্যাচ জিতে গ্রুপসেরা হয়েই চূড়ান্ত পর্বে যেতে পারবো’