ছেলে জন্মান্ধ, কিন্তু ফুটবলের প্রতি রয়েছে প্রচুর টান। চোখে না দেখলেও সবার কাছে শুনে শুনে ফুটবলের প্রতি ভালোবাসা জন্ম নেয়ে শিশুটির। চোখে দেখতে পায় না বলে, ছেলের কানে কানে ম্যাচের ধারাবিবরণী দেন মা। এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ফুটবল বিশ্বে শুরু হয়েছে আলোচনার ঝড়।
ঘটনাটি ঘটে ব্রাজিলে। সিলভিয়া গ্রেকো নামে এক নারীর ছেলে নাম নিকোলাস। ছেলেটি দৃষ্টিহীন ও অটিস্টিক। সম্প্রতি ওই মা-ছেলের একটি ভিডিও ভাইরাল হয়।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে নিকোলাস নামে ওই শিশু ব্রাজিলের সাও পাওলোর পামেইরাস নামে একটি ক্লাবকে সমর্থন করছে। তাই সে তার মার সাথে মাঠে খেলা দেখতে যায়। কিন্তু শিশুটি অন্ধ থাকায় খেলা চলাকালে তার মা ছেলেক কানে কানে খেলার বিবরণ দিচ্ছিলেন। কোন খেলোয়াড় কোথায় বল নিয়ে যাচ্ছে, কার পায়ে বল, কে গোল দিল ইত্যাদি তথ্য মা তার ছেলে কে জানাচ্ছিলেন।
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুধু ব্রাজিলেই নয়, সারা ফুটবল বিশ্বে শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন জন বিভিন্ন মতামত দেওয়ার পাশাপাশি প্রসংশায় ভাসাচ্ছেন হার না মানা ওই মা’কে। আর ওই মা ও ছেলে রীতিমতো তারকাও বনে গেছেন।
Sempre muita emoção. pic.twitter.com/Nzl0qAcpLK
— silvia grecco (@pringrecco) September 10, 2018