বার্সেলোনার জন্য আরেকটি বড় ধাক্কা। চোটের তালিকায় এবার যোগ দিলেন আর্থার। চমৎকার পারফর্ম করা এই মিডফিল্ডার হ্যামিস্ট্রিং চোটে ছিটকে গেছেন তিন থেকে চার সপ্তাহের জন্য।
বার্সেলোনা নিশ্চিত করেছে খবরটি। অফিসিয়াল টুইটারে তারা জানিয়েছে, ‘পরীক্ষার ফল পাওয়ার পর নিশ্চিত হওয়া গেছে আর্থার বাঁ হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।’
এর মানে ফেব্রুয়ারি মাসে আর মাঠে নামা হচ্ছে না আর্থারের। ব্রাজিলিয়ান মিডফিল্ডার গত গ্রীষ্মে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর দ্বিতীয়বার পড়লেন ইনজুরিতে। গত বছরের নভেম্বরে পেশির চোটে দুই সপ্তাহ ছিলেন মাঠের বাইরে।
এবারের নতুন চোটে বেশ কয়েকটি ম্যাচ মিস করছেন ২২ বছর বয়সী মিডফিল্ডার। ফেব্রুয়ারির ব্যস্ত সূচিতে বার্সেলোনা লিগে অ্যাওয়ে ম্যাচ খেলবে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে, ঘরের মাঠে নামবে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে, এরপর চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়েতে লিওঁ ও লিগে সেভিয়ার মাঠে মুখোমুখি হয়ে কোপা দেল রে খেলতে যাবে রিয়াল মাদ্রিদের মাঠে।