বার্সার কাছে ধরাশায়ী রিয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৭
বার্সার কাছে ধরাশায়ী রিয়াল

উত্তেজনাকর ম্যাচে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারলো রিয়াল মাদ্রিদ। মেসিবাহিনীর কাছে ধরাশায়ী হলো রোনালদোরা।

এল ক্ল্যাসিকো মহারণের প্রথমার্ধে কেউ কারও জালে বল প্রবেশ করাতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুতেই জ্বলে ওঠে লিওনেল মেসির বার্সেলোনা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রোনালদোর রিয়াল মাদ্রিদের জালে ২ বার বল জড়িয়ে দেয় বার্সা।

মাত্র ১০ মিনিটে পর পর দুটি গোল খেলে পিছনে পরে যায় রিয়াল। প্রথম গোলটি করেন লুইস সুয়ারেজ। আর দ্বিতীয় গোল আসে মেসির পা থেকে, পেনাল্টির মাধ্যমে।

দুই গোল পিচিয়ে থেকেও খেলায় ফেরার চেষ্টা করেন রোনালডোর রিয়াল। তবে বল যেন তাদের কথা মুনতে নারাজ। বেশ কয়েকবার বার্সার গোল পোস্টে বল টাঠাতে গিয়েও ব্যর্থ হতে হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আর এক গোল হজম করতে হয় রোনালডোদের।

খেলার একেবারে শেষ মুহূর্তে (৯০+৩ মিনিটে) লিওনেল মেসির দুর্দান্ত এক পাস থেকে রিয়াল মাদ্রিদের জালে তৃতীয়বারের মত বল জড়িয়ে দেন আলেক্সি ভিদাল।

বিরিতির পর ৫৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। বেশ কয়েকবার চেষ্টার পর রিয়ালের জালে বল জড়াতে সক্ষম হন লুইস সুয়ারেজ। ১ গোলে এগিয়ে থাকা বার্সা খেরার ৬৩ মিনিটে পেয়ে যান পেনাল্টি কিকের সুযোগ।

ডি বক্সের মধ্যে ইচ্ছে করে হাত দিয়ে বল ঠেকানোর দায়ে দানি কারভাহলকে লাল কার্ড দেখান রেফারি। একই সঙ্গে পেনাল্টির বাঁশিও বেজে ওঠে। স্পট কিক থেকে রিয়ালে জালে বল জড়ান মেসি। ১ থেকে ব্যবধান বেড়ে হয়ে যায় ২-০ তে।

আর শেষ সময়ে আরও এক গোল করে বার্সেলোনা। সময় শেষে ৩-০ গোলের জয নিয়ে মাঠ ছাড়ে মেসিবাহিনী। অন্যদিকে গোল শূন্যই থেকে যায় জিনিদিন জিদানের রোনালডো বাহিনী।



শেয়ার করুন :


আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে ড্র করলো লিভারপুল-আর্সেনাল

রোমাঞ্চকর ম্যাচে ড্র করলো লিভারপুল-আর্সেনাল

ফিফা র‌্যাংকিংয়ে খাদের কিনারায় বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে খাদের কিনারায় বাংলাদেশ

ছেলেদের আগে ফুটবল বিশ্বকাপ খেলবে মেয়েরা

ছেলেদের আগে ফুটবল বিশ্বকাপ খেলবে মেয়েরা

ফাইনালের আগে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

ফাইনালের আগে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ