বিমান দুর্ঘটনায় নিখোঁজ সালার মরদেহ উদ্ধার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
বিমান দুর্ঘটনায় নিখোঁজ সালার মরদেহ উদ্ধার

আর্জেন্টিনা বংশোদ্ভূত ফুটবলার এমিলিয়ানো সালা ও পাইলট ডেভিড ইবোটসনকে বহনকারী প্লেনের ধ্বংসাবশেষ থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ব্রিটিশ এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেন ব্রাঞ্চ (এএআইবি) এ তথ্য জানিয়েছে। তবে মৃতদেহটি কার তা প্রকাশ করা হয়নি।

ফরাসি ক্লাব নঁতের হয়ে চার মৌসুম খেলা সালা সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটিতে খেলতে চুক্তিবদ্ধ হন। এ জন্য নঁতে থেকে প্লেনে চেপে গেল ২১ জানুয়ারি কার্ডিফের উদ্দেশে উড়াল দেন ২৮ বছরের ফুটবলার।

প্রায় ৫ হাজার ফুট উচ্চতা দিয়ে ইংলিশ চ্যানেলের গার্নসি দ্বীপ অতিক্রম করার সময় প্লেনটি নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে।

sala

ফ্রান্স ও ইংল্যান্ডকে আলাদা করা ইংলিশ চ্যানেলে দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর গেল রোববার প্লেনটির ধ্বংসাবশেষ শনাক্ত করে অনুসন্ধানকারী দল। ওই সময়ই ধ্বংসাবশেষের মধ্যে মৃতদেহ দৃশ্যমান হয়।

বুধবার এক বিবৃতিতে এএআইবি জানায়, সফলভাবে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তবে সম্পূর্ণ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার সম্ভব হয়নি। বাজে আবহাওয়ার কারণে সার্বিক কর্মকাণ্ডের পরিসমাপ্তি টানা হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিখোঁজ ফুটবলারের মৃতদেহের সন্ধান

নিখোঁজ ফুটবলারের মৃতদেহের সন্ধান

সালাকে নিয়ে নিখোঁজ বিমানের সন্ধান

সালাকে নিয়ে নিখোঁজ বিমানের সন্ধান

হাইভোল্টেজ ম্যাচ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো বার্সা-রিয়ালের

হাইভোল্টেজ ম্যাচ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো বার্সা-রিয়ালের

ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বি নেই

ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বি নেই