মেসির চোট নিয়ে মাথা ব্যথা নেই রিয়ালের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯
মেসির চোট নিয়ে মাথা ব্যথা নেই রিয়ালের

ফাইল ছবি

ঊরুতে চোট পাওয়ায় আসছে ক্লাসিকোয় লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা জেগেছে। তবে বার্সেলোনা অধিনায়ক কোপা দেল রের ম্যাচটিতে খেলবেন কি-না, তা নিয়ে ভাবছেন না রিয়াল মাদ্রিদ কোচ সান্তিয়াগো সোলারি।

গত শনিবার লা লিগায় ঘরের মাঠে ভালেন্সিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা পরে মেসির দুই গোলে সমতায় মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধের ঊরুতে চোট পান আর্জেন্টাইন তারকা। সে সময় সাইডলাইনে পাঁচ মিনিট চিকিৎসাও নিতে হয় পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে। পরে অবশ্য পুরো ম্যাচেই খেলেন ৩১ বছর বয়সী তারকা।

তবে ঊরুতে ব্যথা থাকায় সোমবার অনুশীলন করতে পারেননি তিনি। ফলে বুধবার কাম্প নউয়ে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হতে যাওয়া কোপা দেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চিয়তা জেগেছে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের সেরা খেলোয়াড়ের চোট প্রসঙ্গে সোলারি বলেন, “সেরা খেলোয়াড়রা সব ম্যাচে খেললে তা সব সময় ফুটবলের জন্য ভালো।”

মেসির অনুপস্থিতির সম্ভাবনা পরিকল্পনায় কোনো প্রভাব ফেলছে কি-না, এমন প্রশ্নের জবাবে সোলারি বলেন, “একবারেই না।”

“ক্লাসিকো হলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি ক্লাবের মধ্যে একটি ম্যাচ। এটা আমার কাছে রিভার (প্লেট) বনাম বোকা (জুনিয়র্স), ইন্টার বনাম মিলান…ম্যাচগুলোর মতো এবং অবশ্যই এটা দিয়ে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনাও বোঝায়।”

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচের প্রতিটিতে গোল করা মেসি গত অক্টোবরে ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে লিগ ম্যাচেও কনুইয়ের চোটের কারণে খেলতে পারেননি। অধিনায়ককে ছাড়াই অবশ্য ম্যাচটি ৫-১ গোলে জিতেছিল বার্সেলোনা।

লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ২১টিসহ চলতি মৌসুমে মোট ২৯ গোল করেছেন মেসি।



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির জোড়া গোলেও জয়হীন বার্সা

মেসির জোড়া গোলেও জয়হীন বার্সা

হাইভোল্টেজ ম্যাচে মেসির মুখোমুখি রোনালদো

হাইভোল্টেজ ম্যাচে মেসির মুখোমুখি রোনালদো

মেসি কতটা মহান তা প্রমাণ করেছে

মেসি কতটা মহান তা প্রমাণ করেছে

বার্সেলোনা কখনই আশা ছাড়ে না: মেসি

বার্সেলোনা কখনই আশা ছাড়ে না: মেসি