রোমাঞ্চকর ম্যাচে ড্র করলো লিভারপুল-আর্সেনাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭
রোমাঞ্চকর ম্যাচে ড্র করলো লিভারপুল-আর্সেনাল

দুই গোলে এগিয়ে থেকেও জয় পেল না লিভারপুল। ওল্টো আর্সেনালের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোয় ৩-৩ গোলে ড্র হয়েছে রোমাঞ্চে ভরা ইংলিশ প্রিমিয়ার লিগে বড় দুই দলের এ ম্যাচ।

ম্যাচের ২৬তম মিনিটে ফিলিপে কৌতিনিয়োর গোলে এগিয়ে যায় লিভারপুর। হেড করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। এ নিয়ে লিগের সর্বোচ্চ ১৫ গোল করলেন মিশরের এ ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। পাঁচ মিনিটের মধ্যে তিনবার বল জালে পাঠিয়ে এগিয়েও যায় তারা।

ম্যাচের ৫৩তম মিনিটে আলেক্সিস সানচেসের হেডে ব্যবধান কমার তিন মিনিট পর ২৫ গজ দূর থেকে গ্রানিত জাকার বিদ্যুৎ গতির শটে সমতায় ফেরে আর্সেনাল। সুইস মিডফিল্ডার জাকার সোজাসুজি শটে বল গোলরক্ষক মিনোলের হাতে লেগে জালে জড়ায়। আর আলেকসঁদ লাকাজেতের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে আর্সেনালকে এগিয়ে দেন মেসুত ওজিল।

টানা তিন গোল খেয়ে হারের শঙ্কায় পরে যায় লিভারপুল। তবে নাটকীয়তাভাবে ৭১তম মিনিটে এমরে কানের বাড়ানো বল ধরে জোরালো শটে দলকে সমতায় ফেরান ফিরমিনো। সময় শেষে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়ঢ দুই দলের।

এ ড্রয়ে ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। আর ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শঙ্কা কাটিয়ে অনুশীলনে রোনালদো

শঙ্কা কাটিয়ে অনুশীলনে রোনালদো

ফিফা র‌্যাংকিংয়ে খাদের কিনারায় বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে খাদের কিনারায় বাংলাদেশ

ছেলেদের আগে ফুটবল বিশ্বকাপ খেলবে মেয়েরা

ছেলেদের আগে ফুটবল বিশ্বকাপ খেলবে মেয়েরা

‘মেসি বিশ্বসেরা, ডি’অর রোনালদোর’

‘মেসি বিশ্বসেরা, ডি’অর রোনালদোর’