ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারিয়েছে লিভারপুল। এবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠ থেকে ড্র করে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ওয়েস্ট হ্যামের মাঠে সোমবার রাতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গত সপ্তাহে লেস্টার সিটির সঙ্গে ঘরের মাঠে একই স্কোরলাইনে ড্র করেছিল লিভারপুল।
ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখা লিভারপুল ২২তম মিনিটে বিতর্কিত এক গোলে এগিয়ে যায়। সাইডলাইনের কাছে অ্যাডাম লালানা ছোট করে বল বাড়ান জেমস মিলনারকে। সেসময় পরিষ্কার অফসাইডে ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার; কিন্তু পাশেই থাকা লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায়। তার ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন সেনেগালের মিডফিল্ডার সাদিও মানে।
ছয় মিনিট পর দারুণ এক গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। মিডফিল্ডার ফেলিপে আন্দেরসনের বুদ্ধিদীপ্ত পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান মিডফিল্ডার মিশাইল আন্তোনিও।
৬২তম মিনিটে ডি-বক্সে এক ঝটকায় দুজনকে ফাঁকি দেন মোহামেদ সালাহ। কিন্তু দুর্বল শটে সুযোগটা নষ্ট করেন তিনি। ১০ মিনিট পর ইংলিশ মিডফিল্ডার মার্ক নোবেলের শট ক্রসবারের একটু উপর দিয়ে গেলে বেঁচে যায় লিভারপুল।
২৫ ম্যাচে ১৯ জয় ও পাঁচ ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬২। রোববার আর্সেনালকে ৩-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ৫৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। সেদিনের আরেক ম্যাচে পয়েন্ট তালিকার তলানির দল হাডার্সফিল্ড টাউনকে ৫-১ গোলে হারানো চেলসি ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।
রোববারের আরেক ম্যাচে লেস্টার সিটিকে ১-০ গোল হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৪৮ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ১ পয়েন্ট কম নিয়ে তারপরেই আছে আর্সেনাল।