বার্সেলোনা কখনই আশা ছাড়ে না: মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯
বার্সেলোনা কখনই আশা ছাড়ে না: মেসি

ফাইল ছবি

প্রথম লেগে হারার পর দ্বিতীয় লেগে বড় ব্যবধানে জিতে স্প্যানিশ কাপের সেমি-ফাইনালে ওঠার পর বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন, বার্সেলোনা কখনই আশা ছাড়ে না।

বুধবার ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে ৬-১ গোলের জয় পায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করে তারা।

বার্সেলোনার পক্ষে জোড়া গোল করেন ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো। একটি করে গোল করেন ইভান রাকিতিচ, সের্হিও রবের্তো, লুইস সুয়ারেস ও মেসি।

ম্যাচের পর বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিন প্রতিযোগিতাতেই মনোযোগ ধরে রাখার কথা জানান ৩১ বছর বয়সী মেসি।

“বলা হচ্ছিল যে আমরা কাপ ছেড়ে দিয়েছি বা আমরা এটা চাই না। অথবা মৌসুমের শুরুতে আমার বলা কথাটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল।”

“দল তিনটা প্রতিযোগিতাতেই লড়তে চায়, প্রতি বছর যা বার্সেলোনার লক্ষ্য থাকে। বার্সেলোনা কখনই আশা ছাড়ে না।”



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি কতটা মহান তা প্রমাণ করেছে

মেসি কতটা মহান তা প্রমাণ করেছে

সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ কাপের সেমিতে বার্সা

সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ কাপের সেমিতে বার্সা

আড়াই মাসের জন্য মাঠের বাইরে নেইমার

আড়াই মাসের জন্য মাঠের বাইরে নেইমার

রোনালদোদের হারিয়ে সেমিতে আতালান্তা

রোনালদোদের হারিয়ে সেমিতে আতালান্তা