মেসি কতটা মহান তা প্রমাণ করেছে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৪ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯
মেসি কতটা মহান তা প্রমাণ করেছে

ছবি: গোল ডট কম

সেভিয়ার বিপক্ষে স্পট কিক নেওয়ার সুযোগ দেওয়ায় অধিনায়ক লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।

ম্যাচের পর বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে ধন্যবাদ জানান কৌতিনিয়ো।

“লিওর আচরণ দেখিয়েছে সে কতটা মহান। আমাকে পেনাল্টি কিকটি নেওয়ার সুযোগ দেওয়ার জন্য লিওকে ধন্যবাদ। দলের আত্মবিশ্বাসের জন্য এটা ভালো।”

“আমরা জানতাম যে জিততে হলে শুরু থেকেই আমাদের ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে।”

বুধবার কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বের ম্যাচটিতে ৬-১ গোলের বড় জয় পায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে তাদের ৬-৩ গোলে জিতে শেষ চারে ওঠে এরনেস্তো ভালভেরদের দল।

ত্রয়োদশ মিনিটে কৌতিনিয়োর সফল স্পট কিকে এগিয়ে যায় বার্সেলোনা। মেসি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে হেডে আরও একটি গোল করেন কৌতিনিয়ো।

চলতি মৌসুমে বার্সেলোনায় কঠিন সময় কাটছে ২৬ বছর বয়সী কৌতিনিয়োর। একাদশে জায়গা পেতে লড়তে হচ্ছে তাকে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলেই কোচের প্রথম পছন্দ। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে এ পর্যন্ত ১৩ গোল করা দেম্বেলে চোটে পড়ায় একাদশে জায়গা পান কৌতিনিয়ো।



শেয়ার করুন :


আরও পড়ুন

সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ কাপের সেমিতে বার্সা

সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ কাপের সেমিতে বার্সা

রোনালদোদের হারিয়ে সেমিতে আতালান্তা

রোনালদোদের হারিয়ে সেমিতে আতালান্তা

আড়াই মাসের জন্য মাঠের বাইরে নেইমার

আড়াই মাসের জন্য মাঠের বাইরে নেইমার

২০২৩ সালের আয়োজনে রাজি আইভরিকোস্ট

২০২৩ সালের আয়োজনে রাজি আইভরিকোস্ট