এ্যাথলেটিকো বিলবাও বনাম এ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার নারী দলের ফুটবল ম্যাচ দেখতে রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতিতে এক অনন্য রেকর্ড প্রতিষ্ঠিত হয়েছে ইউরোপীয়ান ফুটবলে। বুধবার কোপা ডে লা রেইনার কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি দেখতে বিলবাওয়ের সান মেমস স্টেডিয়ামে ৪৮ হাজার ১২১ জন সমর্থক উপস্থিত হয়েছিলেন।
ফ্রান্সে চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের বিশ্বকাপ ফুটবল। বিলবাওয়ে ঐতিহাসিক এই দর্শকের উপস্থিতি বিশ্বকাপের আগে নারী ফুটবলের জনপ্রিয়তারই আভাস দিচ্ছে।
এক টুইটার বার্তায় বিলবাও লিখেছে, ‘সান মেমসে যারা এসেছে সেই সকল সমর্থকদের অভিনন্দন। নারীদের ম্যাচে আমরা ইউরোপীয়ান রেকর্ড ভঙ্গ করেছি।’
স্প্যানিশ ফুটবল ফেডারেশন বলেছে, ‘নারীদের ফুটবল ক্রমেই এগিয়ে যাচ্ছে। নতুন পর্যায়ে পৌঁছাতে যে ধরনের সহযোগিতা প্রয়োজন তার সব কিছু করতে প্রস্তুত আছে স্প্যানিশ ফেডারেশন।’
চলতি মারে শুরুতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে স্প্যানিশ নারী দলের প্রদর্শনী ম্যাচ দেখতে রেকর্ড ৯ হাজার ১৮০জন সমর্থক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এবারের বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্পেন নারী দল। আগামী ৭ জুন থেকে ফ্রান্সে শুরু হওয়া এই টুর্ণামেন্টে গ্রুপ পর্বে স্পেনের প্রতিপক্ষ জার্মানী, চায়না ও দক্ষিণ আফ্রিকা।
¡Buenas noches, #AtléticosPorElMundo!
— At. Madrid Femenino (@AtletiFemenino) January 30, 2019
¡Conseguimos la clasificación para las semis de la #CopaDeLaReina con coraje y corazón!
¡Muchas gracias a todos los #AtléticosPorElMundo por apoyarnos en esta noche increíble! #AúpaAtleti #AthleticAtleti pic.twitter.com/Sn17sy7HaG