টানা চারবারের চ্যাম্পিয়ন তারা। এবারো শিরোপা জয়ের পথে ছিল ফেভারিটদের ফেভারিট। কিন্তু ইতালিয়ান কাপ ধরে রাখার মিশনে নেমে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় জুভেন্টাসের। তুরিনোর ক্লাবটিকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে আটালান্টা।
বুধবার রাতে নিজেদের মাঠে জুভদের রীতিমতো উড়িয়ে দিয়েছে আটালান্টা। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। তারই পথ ধরে ঘরোয়া ফুটবলে ডাবল জেতার পথটাও বন্ধ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোদের। যদিও গত চারবছরই দুই ট্রফি জয়ের উৎসবে মেতেছে তারা।
নিজেদের মাঠে বুধবার অসাধারণ ফুটবলের পসরা সাজিয়েছিল আটালান্টা। জুভদের ঠিক চেনা যাচ্ছিল না। খেলার ৩৭তম মিনিটে টিমোথি কাসতানেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এই ধাক্কা সামলে উঠার আগেই জুভদের জালে বল পাঠান দুভান সাপাতা (২-০)।
এরপর আর ফেরা হয়নি। বরং এলোমেলো ফুটবল খেলতে থাকে তুরিনোর ক্লাবটি। টাচলাইনের বাইরে মাথা গরম করে ডাগআউট থেকে বহিস্কার হন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।
এরমধ্যে ৮৬তম মিনিটে আরো পিছিয়ে পরে জুভেন্টাস। এবারো গোলদাতা সেই সাপাতা। এ মৌসুমে এই নিয়ে ১৭ গোল করলেন সাপাতা।
একইসঙ্গে সাফল্যের ধারায় আছে তার দল আটালান্টা। ১৯৬২-৬৩ মৌসুমে ইতালিয়ান কাপে সর্বশেষবার ট্রফি জিতেছিল দলটি। শেষ আটে জুভদের হারিয়ে ঐতিহ্য ফিরিয়ে আনতে এগিয়ে গেল তারা। দাপুটে ফুটবল খেলে বুঝিয়ে দিল শিরোপার অন্যতম দাবীদার এবার আটালান্টাই!
এদিকে টুর্নামেন্টে বুধবারের আরেক ম্যাচে চমকে দিয়েছে ফিওরেন্টিনা। এএস রোমাকে ৭-১ গোলে বিধ্বস্ত করে তারাও পেয়ে গেছে শেষ চারের টিকিট।