আগেই নিশ্চিত হয়েছে ফাইনাল খেলা। শিরোপা নির্ধারনী ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। তবে ফাইনাল ড্রেস রিহার্সেলের ম্যাচের আগে গ্রুপ পর্বে সেই ভারতকেই উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা।
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশীপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশের কিশোরীরা। বাংলাদেশের পক্ষে গোল তিনটি করেছেন আনুচিং মারমা, শামসুন্নাহার ও মনিকা চাকমা।
ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। তাই কোণঠাসা হয়ে পড়ে ভারত। বাংলাদেশের আক্রমণগুলো নসাৎ করতে হাফিয়ে উঠে তারা। তবে ৩২ মিনিটে আর বাংলাদেশকে গোল বঞ্চিত করতে পারেনি ভারত।
মনিকা মারমার কর্নার থেকে বল পেয়ে হেডের সহায়তায় গোল করেন আনুচিং। ফলে ম্যাচে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
অবশ্য প্রথম অর্ধেই গোলের ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। পেনাল্টি থেকে গোলের ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার। ২-০ গোলে এগিয়ে থেকেই ম্যাচের বিরতিতে যায় বাংলাদেশের কিশোরীরা। এতে আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যায় বাংলাদেশের।
খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশের কিশোরীরা। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয়ার আগেই ম্যাচে তৃতীয় গোল হজম করে বসে ভারত। ৫৩ মিনিটে আনাই মোগিনির পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে কোনাকুনি শটে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন মনিকা। শেষ পর্যন্ত ৩-০ গোলেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সেই সাথে ভারতের বিপক্ষে হ্যাট্টিক জয়ের স্বাদ নিল বাংলাদেশ।
এর আগে ২০১৫ সালে তাজিকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ভারতকে ৩-১ গোলে এবং ওই আসরের ফাইনালে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচও জিতে আত্মবিশ্বাসে টগবগ হয়ে আগামী ২৪ ডিসেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।