আগামী মৌসুমের শেষ পর্যন্ত ধারে এ্যাথলেটিকো মাদ্রিদের সাথে চুক্তি সম্পন্ন করেছেন আলভারো মোরাতা। এর মাধ্যমে চেলসির সাথে সম্পর্ক আপাতত শেষ হলো স্প্যানিশ এই স্ট্রাইকারের।
২০১৭ সালে চেলসিতে ৫৮ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদ থেকে যোগ দিয়েছিলেন মোরাতা। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল চেলসিতে ভালভাবেই নিজেকে মানিয়ে নিবেন মোরাতা। প্রিমিয়ার লিগের প্রথম মৌসুমে তিনি ১০ গোলও করেছিলেন। কিন্তু ২০১৭-১৮ মৌসুমে করেছেন মাত্র এক গোল। ইনজুরি ও ফর্মহীনতায় তিনি প্রতিদিনই ক্লাবের আস্থা হারিয়েছেন।
তবে নাপোলি থেকে চেলসিতে যোগ দেবার পর কোচ মরিজিও সারি মোরাতাকে দলে রাখতে আগ্রহী ছিলেন। কিন্তু এবারের মৌসুমেও ১৬টি লিগ ম্যাচে করেছেন মাত্র পাঁচ গোল। চলতি মৌসুমের শুরুতে মোরাতা ও অলিভার জিরুদের উপর চেলসির স্ট্রাইকিং দায়িত্ব থাকলেও সারি পরবর্তীতে এডেন হ্যাজার্ডকেই ফরোয়ার্ড হিসেবে উঠিয়ে নিয়ে আসেন। গত সপ্তাহে ধারে মোরাতার সাবেক ক্লাব জুভেন্টাস থেকে চেলসিতে এসেছেন গঞ্জালো হিগুয়েইন।
ক্লাব ছাড়ার অনুমতি ইতোমধ্যেই ২৬ বছর বয়সী স্ট্রাইকার পেয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন সারি।
মোরাতা বলেছেন, ‘এখানে আসতে পেরে আমি দারুণ খুশি। অনুশীলনের জন্য আর অপেক্ষা করতে পারছিনা।’
এদিকে সারি জানিয়েছেন মোরাতার সমস্যাটা মানসিক। পারিবারিক পরিবেশে ফিরে গিয়ে নিজেকে আবারো প্রমান করবেন বলেই সারি আশাবাদ ব্যক্ত করেছেন। তার চুক্তিতে দিয়েগো কস্তার ইনজুরিতে এ্যাথলেটিকোর মূল স্ট্রাইকারে পরিণত হওয়া এন্টোনিও গ্রিজম্যানের উপর কিছুটা হলেও চাপ আসতে পারে।