এক যুগ পর ম্যানসিটিকে হারাল নিউক্যাসল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ এএম, ৩০ জানুয়ারি ২০১৯
এক যুগ পর ম্যানসিটিকে হারাল নিউক্যাসল

এবার এক যুগেরও বেশি সময় ধরে রাখা আধিপত্যের অবসান! ১৩ বছর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হারেনি ম্যানচেস্টার সিটি। অবশেষে প্রতিপক্ষের সেই অজেয় রেকর্ডের ইতি টানল নিউক্যাসল। মঙ্গলবার রাতে সিটিকে ২-১ গোলে হারাল তারা।

এরই পথ ধরে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতা থেকে মুক্তি মিলেছে। সেই ২০০৫ সালের সেপ্টেম্বরে সর্বশেষ সিটির বিপক্ষে ম্যাচ জিতে মাঠ ছেড়েছিল তারা। এরপর ২২টি লিগ ম্যাচে নিউক্যাসল হারে ১৯টিতেই। বাকী তিনটিতেও ছিল জয় অধরা।

মঙ্গলবারও শুরুটা ভাল ছিল না নিউক্যাসলের। খেলার ২৪ সেকেন্ডে সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ইতিহাস জানাচ্ছে-২০১৩ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগে এটি সিটির দ্রুততম গোল। ৫ বছর আগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১৩ সেকেন্ডে গোল করেন জেসুস নাভাস।

পিছিয়ে পড়েও হাল ছাড়েনি নিউক্যাসল। ৬৬তম মিনিটে সলোমন রনডনের গোলে খেলায় ফেরে দলটি। এরপর ৮০তম মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় নিউক্যাসল। গোলদাতা ম্যাট রিচি। এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে তারা। আর হতাশায় ডুবে সিটি।

ম্যাচে ৭৭ ভাগ সময় বল দখলে থাকলেও হারেই মাঠ ছাড়ল ফেভারিটরা। আর দলটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ পেপ গার্দিওলা নিজের ১০০তম ম্যাচে হার দেখলেন।

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যানসিটি। ২৩ ম্যাচ খেলে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬০। ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিতর্কিত পেনাল্টিতে ভর করে ফাইনালে জাপান

বিতর্কিত পেনাল্টিতে ভর করে ফাইনালে জাপান

নাইট ক্লাবে গিয়ে বিপাকে ইরাকের ফুটবলাররা

নাইট ক্লাবে গিয়ে বিপাকে ইরাকের ফুটবলাররা

যুক্তরাষ্ট্রের কাছে পাত্তাই পেলো না পানামা

যুক্তরাষ্ট্রের কাছে পাত্তাই পেলো না পানামা

১০ জনের আরামবাগের কাছে হারলো সাইফ স্পোর্টিং

১০ জনের আরামবাগের কাছে হারলো সাইফ স্পোর্টিং