ম্যানইউয়ের বিপক্ষে খেলবেন কি নেইমার?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৯ জানুয়ারি ২০১৯
ম্যানইউয়ের বিপক্ষে খেলবেন কি নেইমার?

ফাইল ছবি

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দলের তারকা ফরোয়ার্ড নেইমারকে খেলানো খুবই কঠিন হবে বলে জানিয়েছেন পিএসজির কোচ টমাস টুখেল।

১২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে দুই দল।

বুধবার ফরাসি কাপে স্ত্রাসবুরের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতায় চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন নেইমার। গত বছরের ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে ডান পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙায় প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রাথমিক পরীক্ষায় জানা গেছে যে আগের চোটের জায়গাতেই ব্যথা পেয়েছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।

রোববার নেইমারকে ছাড়াই লিগ ওয়ানে রেনের বিপক্ষে ৪-১ গোলে জেতে পিএসজি। ইউনাইটেডের মাঠেও ব্রাজিল অধিনায়ককে পাওয়ার ব্যাপারে খুব বেশি আশাবাদী নন টুখেল।

“এটা খুব কঠিন হবে।”

“যেমনটা আমি শনিবার বলেছিলাম, নেইমারের ফেরার নির্দিষ্ট দিন নিয়ে এখনই কথা বলাটা বড্ড তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের প্রথম সপ্তাহটা অপেক্ষা করতে হবে। এই সময় আর চিকিৎসায় সে কেমন সাড়া দেয় তা খুব গুরুত্বপূর্ণ।”

“কেবল এরপরই আমরা আরো সুনির্দিষ্ট হতে পারি। কিন্তু এটা খুব কঠিন হবে - সেটা কোনো গোপন ব্যাপার না।”



শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারের বার্সা ফেরা নিয়ে মাথা ব্যাথা নেই আলবার

নেইমারের বার্সা ফেরা নিয়ে মাথা ব্যাথা নেই আলবার

নেইমারের ইনজুরিতে দারুন দুঃশ্চিন্তায় কোচ

নেইমারের ইনজুরিতে দারুন দুঃশ্চিন্তায় কোচ

ইনজুরিতে ফের মাঠের বাইরে নেইমার

ইনজুরিতে ফের মাঠের বাইরে নেইমার

চেলসিতে নাম লিখালেন হিগুয়াইন

চেলসিতে নাম লিখালেন হিগুয়াইন