সেরা তারকারা যখন চেনা ছন্দে থাকেন তখন দল তো জয়ের দেখা পাবেই। রিয়াল মাদ্রিদও তুলে নিয়েছে আরেকটি সহজ জয়। স্প্যানিশ লা লিগার এস্পানিওলকে উড়িয়ে দিয়েছে সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে রিয়াল জিতল ৪-২ গোলে।
ম্যাচে জোড়া গোল করেন করিম বেনজেমা। অন্য দুটি গোল সার্জিও রামোস ও গ্যারেথ বেলের।
খেলার চার মিনিটে না যেতেই লিড নেয় রিয়াল মাদ্রিদ। লুকা মডরিচের তৈরি করে দেওয়া সুযোগটা কাজে লাগাতে ভুল করেন নি বেনজেমা। এই ফরাসি মহাতারকার গোলেই এগিয়ে যায় ফেভারিটরা।
১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। সেই মডরিচের ভাসানো ক্রসে গোল করেন রিয়াল অধিনায়ক। যদিও এরপর এস্পানিওলের হয় ব্যবধান কমান লিও বাপতিস্তা। মনে হচ্ছিল ম্যাচে ফিরবে স্বাগতিকরা।
কিন্তু প্রথমার্ধের ইনজুরি সময়ে আরো এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বেনজেমার গোলে স্বস্তি ফেরে রিয়াল শিবিরে। ৫৯তম মিনিটে হ্যাটট্রিক গোল পেয়ে যেতে পারতেন এই ফরাসি মহাতারকা। কিন্তু ফাঁকায় পেয়েও বল এস্পানিওলের জালে পাঠাতে পারেন নি।
৬৭ মিনিটে গ্যারাথ বেলের গোল নিশ্চিত করে রিয়ালের জয়। অবশ্য ৭২তম মিনিটে দশজনের দল হয়ে যায় রিয়াল। রাফায়েল ভারানে দেখেন লালকার্ড। এরপর ৮১তম রবের্তো রোসালেস ব্যবধান কমালেও লাভ হয়নি।
লা লিগায় এ অবস্থায় ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আগের মতোই নাম্বার ওয়ান বার্সেলোনা। ৪৪ পয়েন্ট নিয়ে এরপরই আছে আতলেতিকো মাদ্রিদ।