গেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে থাইয়ের সমস্যা নিয়ে প্রথমার্ধ শেষে মাঠ ছেড়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের অধিনায়ক ও সেন্ট্রাল ডিফেন্ডার দিয়েগো গোডিন। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
অভিজ্ঞ এই সেন্টার-ব্যাকের পরিবর্তে দ্বিতীয়ার্ধে খেলতে নামেন হুয়ানফ্র্যান। ম্যাচটিতে অ্যান্টোনিও গ্রিজম্যান ও সাওল নিগুয়েজের প্রথমার্ধের দুই গোলে জয়ী হয় অ্যাথলেটিকো মাদ্রিদ।
ম্যাচ শেষে এক বিবৃতিতে অ্যাথলেটিকো জানিয়েছ, ‘গেতাফের বিপক্ষে দিয়েগো গোডিন ডার্বি সম্পূর্ণ করতে পারেননি। বিরতির সময় তাকে বদলি করতে বাধ্য হয় ক্লাব। থাইয়ের সমস্যার কারনেই তিনি ম্যাচটিতে আর খেলতে পারেননি।’
আগামী কয়েক সপ্তাহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় গোডিনের ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন কোচ দিয়েগো সিমিয়োনে। আগামী সপ্তাহে লা লিগায় অ্যাথলেটিকো রিয়াল বেটিস সফরে যাবে, রিয়াল মাদ্রিদকে আতিথ্য দিবে ও পরবর্তীতে রায়ো ভায়োকানোর মুখোমুখি হবে। এছাড়াও ২০ ফেব্রুয়ারি ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র লড়াইয়ের প্রথম লেগে জুভেন্টাসকে আতিথ্য দিবে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা দলটি।