তিন মাস না পেরুতেই মোনাকোর কোচ থিয়েরি অঁরিকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে ফ্রান্সের এ ক্লাব তথ্যটি নিশ্চিত করেছে।
ইউভেন্তুস, বার্সেলোনা ও নিউ ইয়র্ক রেড বুলসের সাবেক এ খেলোয়াড় ২০১৬ সালের অগাস্ট থেকে বেলজিয়ামের সহকারী কোচ ছিলেন। এরপরই মোনাকোর প্রধান কোচ হিসেবে যোগ দেন ৪১ বছর বয়সী অঁরি। মূলত মোনাকোতেই পেশাদারী ফুটবল ক্যারিয়ার শুরু করেন অঁরি। ২০২১ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল ক্লাবটির।
মৌসুমের শুরু থেকেই বাজে খেলছে মোনাকো। লিগ ওয়ানে ৯ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান খুবই বাজে। নিচের দিক থেকে তৃতীয়। গত অক্টোবরে লিওনার্দো জারদিমকে ছাঁটাই করে অঁরিকে দায়িত্ব দেয় ২০১৬-১৭ লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। তবে সেও ব্যর্থ।
উন্নতির উল্টো লিগের পয়েন্ট তালিকায় আরও অবনমন হয়েছে মোনাকো। ২১ ম্যাচে তিন জয় ও ছয় ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে রয়েছে ক্লাবটি। অঁরির অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ খেলে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে মোনাকো।