টাইব্রেকার ভাগ্যে ফাইনালে চেলসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ এএম, ২৫ জানুয়ারি ২০১৯
টাইব্রেকার ভাগ্যে ফাইনালে চেলসি

হাড্ডাহাড্ডি লড়াই করেও ব্যবধান গড়তে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ইংলিশ লিগ কাপের ফাইনালে ওঠলো চেলসি। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে চেলসি।

বৃহস্পতিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে সেমি ফাইনালের ফিরতি পর্বে ২-১ গোলে জয় পায় চেলসি। তবে গত সপ্তাহে টটেনহ্যাম হটস্পার তাদের মাঠে ১-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। ফলে খেলা গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়।

ম্যাচের ২৭তম মিনিটে নিজেদের ভুলে গোল খায় টটেনহ্যাম। ৩৮তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন এদেন আজার। ডান দিকের বাইলাইন থেকে স্প্যানিশ ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার কাট ব্যাকে বল পেনাল্টি বক্সের কাছে পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের এ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় অতিথিরা। বাঁ দিক থেকে ড্যানি রোজের বাঁকানো ক্রসে নিচু হয়ে হেডে ব্যবধান কমান স্প্যানিশ ফরোয়ার্ড ফের্নান্দো লরেন্তে। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২।

টাইব্রেকারে চেলসির হয়ে লক্ষ্যভেদ করেন উইলিয়ান, সেসার আসপিলিকুয়েতা, জর্জিনিয়ো ও দাভিদ লুইস। টটেনহ্যামের প্রথম দুই শটে বল জালে পাঠান ক্রিস্তিয়ান এরিকসেন ও এরিক লামেলা। তাদের তৃতীয় শটটি নিতে এসে উড়িয়ে মারেন এরিক ডায়ার। আর লুকাস মোউরার শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক স্পেনের কেপা আরিসাবালাগা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ২৪ ফেব্রুয়ারি ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

৪২ ফুটবলার দেশে চার জন ব্রাজিলে

৪২ ফুটবলার দেশে চার জন ব্রাজিলে

লিগ কাপের ফাইনালে ম্যানসিটি

লিগ কাপের ফাইনালে ম্যানসিটি

মেসিবিহীন বার্সেলোনার হার

মেসিবিহীন বার্সেলোনার হার

চেলসিতে নাম লিখালেন হিগুয়াইন

চেলসিতে নাম লিখালেন হিগুয়াইন