ভুটানকে ৩-০ গোলে হারিয়ে ভারত-নেপালের মধ্যকার ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। যদিও প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের সামনে ফাইনাল ছিল অনেকটাই উম্মুক্ত দুয়ার। পরের ম্যাচে নেপাল জিতলে একটু সমীকরণ মেলানোর অপেক্ষায় থাকতো হতো লাল-সবুজ জার্সিধারীদের। কিন্তু নেপাল দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি ভারতের কাছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচে নেপালের জালে ১০ গোল দিয়ে ফাইনালে উঠেছে ভারত। নেপালের হারে বাংলাদেশেরও ফাইনাল নিশ্চিত। ফলে ২৪ ডিসেম্বর প্রথম সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ-ভারত।
ম্যাচের ১৩তম মিনিটেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন আঁখি। বাম প্রান্ত থেকে মার্জিয়া আক্তারের কর্নারের বলে দর্শনীয় হেডের মাহায্যে গোল করেন তিনি (১-০)। এরপর ম্যাচের ৫৬তম মিনিটে ফের গোল করে লাল সবুজদের দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন আঁখি। এবারও মার্জিয়ার কর্ণারের বল দক্ষতার সঙ্গে কাজে লাগান তিনি (২-০)।
খেলার শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে গোল করে স্বাগতিকদের নিরাপদ দূরত্বে পৌঁছে দেন বদলী খেলোয়াড় সাজেদা খাতুন। নিজেদের বিপজ্জনক এলাকা থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বেশ দক্ষতার সঙ্গেই প্রতিপক্ষের পোস্টে ঢুকে গোল করেন তিনি (৩-০)। এ সময় প্রতিপক্ষ দলকে প্রতিহত করার কোন সুযোগই দেননি সাজেদা।
দুই দিন বিরতির পর আগামী ২৪ ডিসেম্বর রোববার দুপুর ২টায় একই মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ-ভারত।