মেসিবিহীন বার্সেলোনার হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৪ জানুয়ারি ২০১৯
মেসিবিহীন বার্সেলোনার হার

ছবি: এফপি

মেসিবিহীন হার দেখলো বার্সেলোনার। কোপা দেল রেতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে সেভিয়ার বিপেক্ষে দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে হেরে গেছে এরনেস্তো ভালভেরদের দল।

স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় ঘরের মাঠে বুধবার রাতে ২-০ গোলে জেতে সেভিয়া।

ম্যাচের প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা, তবে আক্রমণে আধিপত্য করে স্বাগতিকরা। বিরতির আগে সেরা সুযোগটি অবশ্য পেয়েছিল শিরোপাধারী বার্সেলোনা।

৪১তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম। এর দুই মিনিট পর গোল করার মতো জায়গায় বল পেয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েদের। তবে ঠিক সময়ে এগিয়ে এসে তার শট রুখে দেন বার্সেলোনার দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ইয়াসপের সিলেসেন।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সেভিয়াকে। ৫৮তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো দারুণ ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া।
৬৪তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু ফিলিপে কৌতিনিয়োর শট ক্রসবার ঘেঁষে বাইরে চলে গেলে হতাশ হতে হয় দলটিকে।

৭৬তম মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে তারা। আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগার পাস গোলমুখে পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েদের।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে কাতালান ক্লাবটির এটি চতুর্থ পরাজয়। স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতায় শেষ ষোলোতেও লেভান্তের মাঠে প্রথম লেগে হেরেছিল বার্সেলোনা। তবে ফিরতি পর্বে নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে আসে তারা।

তেমনই প্রত্যাশায় আগামী বুধবার কাম্প নউয়ে সেমি-ফাইনালে ওঠার লক্ষ্যে ফিরতি পর্বে মাঠে নামবে টানা চারবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে, ব্যবধান ধরে রেখে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে নামবে সবশেষ ২০০৯-১০ মৌসুমের চ্যাম্পিয়নরা।



শেয়ার করুন :


আরও পড়ুন

লিগ কাপের ফাইনালে ম্যানসিটি

লিগ কাপের ফাইনালে ম্যানসিটি

৪২ ফুটবলার দেশে চার জন ব্রাজিলে

৪২ ফুটবলার দেশে চার জন ব্রাজিলে

নবাগত বসুন্ধরার কাছে পাত্তাই পেল না আবাহনী

নবাগত বসুন্ধরার কাছে পাত্তাই পেল না আবাহনী

স্বাদের ফুটবলকেই বিদায় বললেন বোল্ট

স্বাদের ফুটবলকেই বিদায় বললেন বোল্ট